India & World UpdatesSportsBreaking News
সেরা পারফরম্যান্স দিয়েও অলিম্পিকের সেমি ফাইনালে হেরে গেলেন লভলিনা
৪ আগস্ট : নিজের সেরা পারফরম্যান্স দিয়েও টোকিও অলিম্পিকে হেরে গেলেন অসম কন্যা লভলিনা বরগোহাই। বুধবার সকাল ১১টায় ৬৯ কেজি শাখার বক্সিংয়ের সেমিফাইনালে লভলিনা হারিয়ে দেন তুরস্কের বুসেনাজ সারমেনেলিকে। এর আগে কোয়ার্টার-ফাইনালের খেলায় লভলিনা চাইনিজ তাইপের নিয়েন চিন চেনকে ৪-১ ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে প্রবেশ করেছিলেন। লভলিনা বরগোহাই ৬৯ কেজি শাখায় ভালো প্রদর্শনের জন্য টোকিও অলিম্পিকে প্রথম পদক নিশ্চিত করেছিলেন।
নিয়েন চিন চেন ২০১৮ সালে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়ন ও ২০১৯ সালে এশিয়ান বক্সিং চাম্পিয়নশিপে সেরার খেতাব দখল করেন। এমন শক্তিশালী প্রতিদ্বন্দ্বীর বিপরীতে লভলিনা চারটি রাউন্ডের মধ্যে তিনটিতে জয়লাভ করেছিলেন।
প্রসঙ্গত গত ২৭ জুলাই অনুষ্ঠিত অলিম্পিকের প্রি কোয়ার্টার ফাইনালে জয়লাভ করে কোয়ার্টার-ফাইনালে প্রবেশ করেছিলেন অসম কন্যা বক্সার লভলিনা। ভারতের জন্য এ বার লভলিনা নিয়ে আসবেন ব্রোঞ্জ পদক। উল্লেখ্য, অলিম্পিকে পদক জয় করা প্রথম অসমীয়া খেলোয়াড় হচ্ছেন লভলিনা। ব্রোঞ্জ পদক জয়ের জন্য অলিম্পিকের ইতিহাসে পদক লাভ করা তৃতীয় ভারতীয় বক্সার হিসেবে তিনি পরিগণিত।