India & World UpdatesBreaking News
সুস্মিতার মামলা খারিজ, নির্বাচন কমিশনের ওপর কথা বলতে চাইল না সুপ্রিম কোর্টSushmita’s plea dismissed, Supreme Court can’t go into merits of ECI’s clean chit to Modi & Shah
৮ মেঃ নির্বাচন কমিশনের সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করতে চাইল না সুপ্রিম কোর্ট। ফলে শিলচরের সাংসদ, মহিলা কংগ্রেস সভাপতি সুস্মিতা দেবের মামলা কার্যত খারিজই করে দিয়েছে সর্বোচ্চ আদালত। প্রধানমন্ত্রী ও বিজেপি সভাপতি নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করলেও কমিশন কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে কমিশনের বিরুদ্ধে মামলা করেছিলেন সুস্মিতা দেবী।
মামলা গ্রহণ করে সুপ্রিম কোর্ট কমিশনের কাছেই নির্বাচনী আচরণবিধি ভঙ্গের অভিযোগে সিদ্ধান্ত জানাতে বলে। তিন সদস্যের কমিশন একযোগে জানিয়ে দেয়, প্রধানমন্ত্রী বা বিজেপি সভাপতি কোনও ধরনের নির্বাচনী অনিয়ম বা উত্তেজক, আপত্তিকর কোনও মন্তব্য করেননি।
ফলে তাঁদের আনা অভিযোগ কমিশন খারিজ করে দেয়। এর ওপরই বুধবার সুপ্রিম কোর্টে ফের মামলাটি ওঠে। সেখানে কমিশনের রায় জেনে বিচারপতিরা সোজাসাপ্টা বলে দেন, নির্বাচন কমিশনের রায়ের ওপর কথা বলতে চাইছে না আদালত।
May 8: The Supreme Court on Wednesday disposed off the petition by Congress MP Sushmita Dev refusing to pass any order on a plea seeking action against the Election Commission’s clean chit to Prime Minister Narendra Modi and BJP president Amit Shah for allegedly violating the Model Code of Conduct (MCC). The apex court further stated that she could challenge the order in a fresh petition.