Barak UpdatesBreaking News
সুন্দরী মোহন সেবা ভবনে নেতাজি সেবা সংস্থার আলোচনা ২৩ ফেব্রুয়ারি
২১ ফেব্রুয়ারি : আসাম চুক্তির ৬নং ধারা বাস্তবায়িত হলে যে সংকটপূর্ণ অবস্থার মুখোমুখি হবেন বাঙালিরা, তা থেকে উত্তরণের উপায় খুঁজতে এক আলোচনা সভার আয়োজন করেছে শিলচরের নেতাজি সুভাষচন্দ্র বসু সেবা সংস্থা। ২৩ ফেব্রুয়ারি রবিবার সুন্দরী মোহন সেবা ভবন অর্থাৎ কল্যাণী হাসপাতালে এই আলোচনাসভা অনুষ্ঠিত হবে। আলোচনার বিষয়, আসাম চুক্তির ৬নং ধারা বাস্তবায়ন, বাঙালির সম্ভাব্য সমস্যা এবং উত্তরণের উপায়। শুরু হবে সকাল সাড়ে ১০টা থেকে।
সেবা সংস্থার পক্ষ থেকে উদ্বেগ প্রকাশ করে বলা হয়েছে, স্বজাতির মধ্যে বিভাজন সৃষ্টিকারী এই ধারা রূপায়িত হলে সব মৌলিক অধিকার থেকে বঞ্চিত হয়ে রাজ্যের সিংহভাগ বাঙালি সহ আরও কয়েকটি ভাষাগোষ্ঠীর লোকেদের দ্বিতীয় শ্রেণির নাগরিকে পরিণত হওয়ার আশঙ্কা প্রবল।
সংস্থা এও বলেছে, প্রতিটি সংস্থা বা ব্যক্তির চিন্তাধারা ও মতাদর্শ ভিন্ন হলেও এই মুহূর্তে সব ধরনের রাজনৈতিক তথা ধর্মীয় আনুগত্যের ঊর্ধ্বে উঠে আসামবাসী বাঙালি সহ ভুক্তভোগী অন্য ভাষিক জনগোষ্ঠীর অধিকার রক্ষার লড়াইয়ে সবাই যেন নিজেদের সুচিন্তিত মতামত প্রকাশ করেন।