India & World UpdatesAnalyticsBreaking News
সাধারণ সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক নয়, নিদান আইএমএ-র
নতুনদিল্লি, ৫ মার্চ : সামান্য সর্দি-কাশি, জ্বর, বমির মতো অসুখে প্রায় মুড়ি-মুড়কির মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন অনেকেই। তবে এতেই ঘনিয়ে আসতে পারে বিপদ। তাই অবিলম্বে এই প্রবণতা থেকে বেরিয়ে আসার নিদান দিচ্ছে ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশন অর্থাৎ আইএমএ। সোশ্যাল মিডিয়ায় একটি নোটিশ জারি করে আইএমএ-র তরফে স্পষ্ট বলা হয়েছে, চিকিৎসকরাও যেন অ্যান্টিবায়োটিক প্রেসক্রাইব না করেন। আর রোগীরাও যেন ইচ্ছেমতো এই ওষুধ না খান।
আইএমএ-র জানাচ্ছে, সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারির সময়কালে সর্দি-কাশি, বমি, গলা ব্যথা, গা-হাত-পায়ে ব্যথা, ডায়েরিয়ার মতো উপসর্গ দেখা যায়। যেই সংক্রমণ এক সপ্তাহের বেশি থাকে না। এই ধরনের সংক্রমণকে ভয় পাওয়ার কিছু নেই। এক্ষেত্রে সাধারণ চিকিৎসাই যথেষ্ট। উপসর্গ অনুযায়ী ওষুধ দিলেই হবে। কিন্তু এখন সকলেই অ্যাজিথ্রোমাইসিন ও অ্যামক্সিক্ল্যাভের মতো অ্যান্টিবায়োটিক খাচ্ছেন। এত বেশি অ্যান্টিবায়োটিক খেলে জীবাণুরা তার বিরুদ্ধে ধীরে ধীরে অনাক্রম্যতা গড়ে তুলবে। ফলে যখন সত্যিই কঠিন সংক্রমণ হবে, সেই সময়ে দেখা যাবে অ্যান্টিবায়োটিক কাজই করছে না। তাই অযথা অ্যান্টিবায়োটিক না খাওয়ারই নিদান দিচ্ছে আইএমএ।