NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
১ অক্টোবর থেকে আনলক ! শুরু হচ্ছে নবম-একাদশ শ্রেণির পাঠদানওClasses to start for IX, XI & TDC 3rd Sem from 1 Oct
২৩ সেপ্টেম্বর : রাজ্যের কোভিড পরিস্থিতির উন্নতি হওয়ায় আগামী ১ অক্টোবর থেকে খুলে যেতে পারে সবকিছু। অর্থাৎ অক্টোবরের গোড়াতেই পুরোপুরি আনলক হয়ে যেতে পারে রাজ্য। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এমনই ইঙ্গিত দিয়েছেন। বোকাখাতে গন্ডারের খড়গ পোড়ানোর অনুষ্ঠানে যোগ দিয়ে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, রাজ্যে ধীরে ধীরে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। গত ২০ সেপ্টেম্বর দশম, দ্বাদশ ও স্নাতক চূড়ান্ত বর্ষের পাঠদান শুরু হয়েছে। এ বার নবম, একাদশ ও স্নাতক দ্বিতীয় বর্ষের পাঠদানও শুরু হবে।
তবে মুখ্যমন্ত্রী আরও বলেছেন, রাজ্যে কোভিড বিধি সম্পূর্ণ শিথিল করা হলেও কিছু কিছু স্থানে তা বহাল থাকবে। যে সব স্থানে আক্রান্তের হার ২ শতাংশ থাকবে, সেখানে কোভিড বিধি প্রযোজ্য হবে। তবে পর্যটন শিল্প চাঙ্গা করতে পর্যটনস্থলকে কোভিড প্রটোকলের বাইরে রাখা হবে। হিমন্ত বলেন, গত দু’বছর ধরে লকডাউন চলতে থাকায় পর্যটন শিল্পের সঙ্গে যুক্ত থাকা মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর এজন্য এই শিল্পকে চাঙ্গা করতেই কোভিড প্রটোকল তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অবশ্য পর্যটকরা হোটেলে থাকলে তাঁদের কোভিড ভ্যাকসিন নেওয়া বাধ্যতামূলক হবে। তিনি বলেন, জমায়েতের ক্ষেত্রে সতর্কতা বজায় রাখতে হবে।