Barak UpdatesBreaking News

সরকারি কর্মীদের কাজকর্ম বুঝে নিলেন ব্যয় পর্যবেক্ষক

১৮ মার্চঃ কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ব্যয় সংক্রান্ত পর্যবেক্ষক বিকাশ যোশী রবিবার শিলচরে এসে নির্বাচনে নিযুক্ত বিভিন্ন স্ট্যাটিক সার্ভিলেন্স টিম,ফ্লাইং স্কোয়াড টিম সহ সরকারি কর্মচারীদেরসঙ্গে এক বৈঠকে মিলিত হয়ে তাদের কাজকর্ম সম্পর্কে অবগত হন এবং প্রয়োজনীয় নির্দেশ দেন।

Rananuj

যোশী বলেন, নির্বাচনের কাজে নিযুক্ত তথা প্রশিক্ষিত কর্মীদের নিরপেক্ষ এবং স্বচ্ছতার সঙ্গে এই নির্বাচনের কাজ যাতে অনুষ্ঠিত করতে পারা যায় সে বিষয়ে সবাইকে উৎসাহিত করতে হবে। সাধারণ মানুষের জন্য তিনি আরও বলেন, যদি কারও কাছে তথ্য থাকে যে নির্বাচনী বিধি লংঘন করে কোনও ব্যক্তি অর্থের লেনদেন, মদ বিতরণ ইত্যাদি অবৈধভাবে উপহার সামগ্রী প্রদান করে থাকেন তাহলে তাৎক্ষণিকভাবে তার মোবাইল নম্বরে অথবা ল্যান্ডলাইনে দিনরাত যেকোনও সময়ে ফোন করে জানাতে পারেন।

এর নম্বরগুলো হচ্ছে ৬০০২৬৮৮৯৬২ এবং ০৩৮৪২-২৬০০০৫। তিনি আরও বলেন, লাইভ রেকর্ডিং করে তথ্য হিসাবে তাঁর কাছে প্রেরন করা যেতে পারে এবং গুগল প্লে-স্টোর থেকে এপ্লিকেশন ডাউনলোড করে এর ছবি বা ভিডিও প্রমাণ হিসাবে পাঠানো যেতে পারে। নির্বাচনী বিধি অনুসারে এ ধরনের অভিযোগ ১০০ মিনিটের মধ্যে নিস্পত্তি করা হবে বলে তিনি জানান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker