India & World UpdatesBreaking News
সম্মানিত হবেন বালাকোট এয়ার স্ট্রাইকের ৫ বায়ুসেনা
১৪ আগস্টঃ পাক অধিকৃত বালাকোটে জইশ-ই-মহম্মদ জঙ্গি গোষ্ঠীর ঘাঁটি গুঁড়িয়ে ফেলতে যে পাঁচ ভারতীয় বায়ুসেনা বোমা ফেলেছিলেন তাদের এ বার বায়ুসেনা মেডেল দিয়ে সম্মানিত করা হবে। এই পাঁচ ভারতীয় বায়ুসেনা হলেন, উইং কমান্ডার অমিত রঞ্জন, স্কোয়াড্রন লিডার রাহল বাসোয়া, পঙ্কজ ভুজাড়ে, বিকেএন রেড্ডি এবং শশাঙ্ক সিং। গত ২৬ ফেব্রুয়ারি পাক অধিকৃত বালাকোটে জইশ জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দেন বায়ুসেনারা।
চলতি বছরের ফেব্রুয়ারিতে পুলওয়ামায় আত্মঘাতী জঙ্গি হামলায় শহিদ হন ভারতের ৪০ সিআরপিএফ জওয়ান। আর এরই কড়া প্রত্যুত্তর এয়ারস্ট্রাইকের মাধ্যমে দেয় বায়ুসেনা। গুঁড়িয়ে দেওয়া হয় পাক অধিকৃত বালাকোটের জইশ জঙ্গি ঘাঁটি।
তবে এরইমধ্যে গত ৬ অগস্ট ফের মন্তব্য করে বিতর্ক উসকে দিয়েছেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা বিলোপ নিয়ে বলেন, ‘আমার অনুমান আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটবে।’ পাক পার্লামেন্টে দাঁড়িয়ে এমনটাই বললেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। ভারত কাশ্মীরের বিষয়ে যে সিদ্ধান্ত নিয়েছে, তাতে যে আরও একটা পুলওয়ামার মত ঘটনা ঘটতে খুব বেশি দেরি নেই, সেটাই মনে করেন তিনি। কাশ্মীর সংক্রান্ত বিল রাজ্যসভায় পাশ হয়ে যাওয়ার পর পাকিস্তানের বিরোধীরা ইমরান খানকেই দোষারোপ করতে শুরু করেন। এই ইস্যুতে উত্তাল হয়ে ওঠে পাক পার্লামেন্ট। অবশেষে ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী। কাশ্মীর ইস্যুতে ভারত সরকারকে তীব্র আক্রমণ করে হুঁশিয়ারি দেন তিনি।