Barak UpdatesBreaking News
সমাবর্তনে গাউন নয় আসাম বিশ্ববিদ্যালয়েNo more gowns & caps during convocation in Assam University
২ ফেব্রুয়ারিঃ পরিবর্তন আনা হচ্ছে আসাম বিশ্ববিদ্যালয়ের এ বারের সমাবর্তনে। আগের ১৬ বারের মতো সপ্তদশ সমাবর্তনেও শোভাযাত্রা, পতাকা সবই থাকছে। থাকবে না কেবল গাউন-কেপ।
এর বদলে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের সাদা পোশাক পরে আসতে নির্দেশ দেওয়া হয়েছে। এর ওপর চাপানো হবে বিশ্ববিদ্যালয়ের উত্তরীয়। উপাচার্য দিলীপচন্দ্র নাথ বলেন, ভারতীয়ত্ব আনার চেষ্টা আর কী! রেজিস্ট্রার সঞ্জীব ভট্টাচার্যের কথায়, ব্রিটিশ আমল থেকে বেরিয়ে আসার প্রয়াস।
আগামী ১৪ মার্চ আসাম বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠিত হবে। দীক্ষান্ত ভাষণ দেবেন তামিলনাড়ু কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বিজ্ঞানী এপি দাশ। দিলীপবাবু জানান, কনভোকেশন গাউন নিয়ে নানা জায়গায় কথা হচ্ছে। কিছু বিশ্ববিদ্যালয় এরই মধ্যে সমাবর্তনের পোশাক বিধি তৈরি করে নিয়েছে। এখানেও গত বছর একাংশ ছাত্র-শিক্ষক ব্রিটিশ কায়দা নিয়ে প্রশ্ন তোলেন। সে থেকে চিন্তাটা মাথায় ছিল বলে জানান উপাচার্য নাথ।
তিনি বলেন, গত ৫-৭ মাস ধরে এ নিয়ে চর্চা চলে। শেষে সিদ্ধান্ত চূড়ান্ত হয়। তাতে সমাবর্তনের জন্য যারা দেড় হাজার টাকা দিয়ে নাম লেখাবেন, তাঁরা ঘরে একটি করে উত্তরীয় স্মারক হিসেবে রাখতে পারবেন। আগে একই পরিমাণ অর্থ দিতে হতো, কিন্তু গাউন-কেপ ভাড়া করে আনা হতো। ফলে সমাবর্তন শেষ হতেই সেগুলো জমা করে দিতে হতো।