NE UpdatesAnalyticsBreaking News
সব ব্যবসায়ীদের ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক ত্রিপুরায় : মুখ্যমন্ত্রী বিপ্লব
২৩ মে : ট্রেড লাইসেন্স সরলীকরণে সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে বলে জানালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। এর ফলে দোকানদাররা ঋণ নিতে পারবেন। তবে সব দোকানে ট্রেড লাইসেন্স বাধ্যতামূলক করা হচ্ছে। সচিবালয়ে সাংবাদিক সম্মেলনে ত্রিপুরার মুখ্যমন্ত্রী আক্ষেপ করে বলেন, অনেক দোকানদারের ট্রেড লাইসেন্স নেই। আগরতলা শহরে ২২ হাজার দোকানি থাকলেও ট্রেড লাইসেন্স নিয়ে ব্যবসা করছেন মাত্র ৮ হাজার ব্যবসায়ী। ফলে ট্রেড লাইসেন্স ছাড়া ব্যবসায়ীরা সরকারি সুযোগ সুবিধা নিতে পারছেন না।
তিনি আরও বলেন, ট্রেড লাইসেন্স না থাকার জন্য প্রকৃত ব্যবসায়ীরা বিমা এবং ঋণের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। সরকারের ঋণ নিয়ে ব্যবসার প্রসার ঘটানোর সুযোগ থাকলেও ট্রেড লাইসেন্স না থাকার কারণে অনেকে সুবিধা নিতে পারছেন না। মুখ্যমন্ত্রী জানান, ট্রেড লাইসেন্সের সরলীকরণের জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। এর ফলে প্রায় এক থেকে দেড় লক্ষ দোকানদার সুবিধা পাবেন।
এদিকে, ত্রিপুরায় ‘এক ন্যাশন এক রেশন কার্ড’ চালু রয়েছে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, গণবণ্টন ব্যবস্থায় কম্পিউটার পদ্ধতিতে ই-পিডিএস চালু রয়েছে। এই পদ্ধতিতে সংশ্লিষ্ট রেশন কার্ড হোল্ডারের আঙুলের টিপ ছাপ এবং রেটিনার ভিজন মিললেই গ্রাহক রেশন সামগ্রী তুলতে পারবেন। তিনি বিরোধীদের দিকে ইশারা করে বলেন, ২০-২৫ বছর আগে রেশন কার্ড থাকলেই রেশন মিলত। তখন একজনের রেশন কার্ড দিয়ে অন্যজনে রেশন সামগ্রী তুলতেন। কিন্তু এখন কম্পিউটারাইজড গণবণ্টন ব্যবস্থা চালু হওয়ার ফলে রেশন কার্ড বন্ধকের পদ্ধতি শেষ হয়ে গেছে।