Barak Updates

সনাতন সেবা সংস্থার অনলাইন অঙ্কন প্রতিযোগিতা

২২ জুন: স্কুলছাত্রদের রামায়ণ-মহাভারতের প্রতি আকর্ষণ বাড়াতে অভিনব উদ্যোগ নিল শিলচরের সনাতন সেবা সংস্থা৷ পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত ছাত্রছাত্রীদের অনলাইন অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে৷ পঞ্চম থেকে সপ্তম শ্রেণির ছাত্রছাত্রীরা ক বিভাগ৷ তারা আঁকবে রামায়ণের ওপর৷ অষ্টম থেকে দশম শ্রেণি খ বিভাগ৷ এই বিভাগের ছাত্রছাত্রীদের অঙ্কনের বিষয়বস্তু মহাভারত৷

নিজ নিজ বিভাগ অনুযায়ী রামায়ণ বা মহাভারতের যে কোনও একটি চরিত্র সহ একটি চিত্র অঙ্কন করতে হবে৷ সঙ্গে ওই চিত্র সম্পর্কে কয়েক বাক্য লিখতে হবে৷ পরে ছবি ও লেখা স্কুলের আইডেন্টিটি কার্ড সহ পাঠাতে হবে sanatanseba@gmail.com অথবা দীপায়ন পাল (৮৪৮৬১৪১৫৩১), প্রশান্ত দাস (৯৪৩৫৯১৮৪৯৪), সঞ্জীব চক্রবর্তী (৯৪০১২৩১৭১৪), শম্ভু দাস (৮১৩৩৮৮৮০৩৫), রূপম রায় (৯৯৫৭৯২৮১৪৫), অমিত নাথ (৯১০১৬৬৫১০৮), বিপ্লব পাল (৯৭০৬০৮৮৯২৮) বা  রঞ্জনকুমার দে (৯০৮৫৬৯২৯৯৪) —-যে কোনও একজনের হোয়াটস অ্যাপে৷ শেষ তারিখ ২৫ জুন৷ একমাত্র কাছাড় জেলার প্রতিযোগীরাই তাতে অংশ নিতে পারবে৷ তারা পেন্সিল, ক্রোয়নস, স্কেচ পেন, ওয়াটার কালার, পোস্টার কালার ব্যবহার করা যাবে বলে সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker