India & World Updates
সংক্রমণ বাড়ায় ৩০ এপ্রিল পর্যন্ত বন্ধ এলাহাবাদ বিশ্ববিদ্যালয়
২০ এপ্রিল : কোভিড সংক্রমণ ক্রমাগত বাড়তে থাকায় আগামী ৩০ এপ্রিল পর্যন্ত এলাহাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয় সিল করে দেওয়ার নির্দেশও জারি করা হয়েছে। আগে ২১ এপ্রিল পর্যন্ত এলাহাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার আদেশ জারি করা হয়েছিল। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারীরা লাগাতার সংক্রমিত হওয়ার পর-ই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
উল্লেখ্য, এলাহাবাদ কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের একশ’র বেশি আধিকারিক ও কর্মী করোনা সংক্রমিত হয়েছেন। তাছাড়া উত্তর প্রদেশে করোনা সংক্রমণ ক্রমশ বাড়তে থাকায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সব হোস্টেলকে কোভিড ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছেন। কর্তৃপক্ষ এই হোস্টেলগুলোতে থাকা ছাত্রদের খুব শীঘ্রই কক্ষ খালি করার অনুরোধ জানিয়েছিল। বলা হয়েছিল, সংক্রমণ বাড়তে থাকায় তাদের পাঠদান এখন অনলাইন মুডে হবে। জানা গেছে, জেলা প্রশাসনের অনুরোধেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত গ্রহণ করেছিল।