Barak UpdatesAnalytics

ষষ্ঠ বর্ষপূর্তিতে ছ’টি বক্তৃতামূলক অনুষ্ঠান এসো বলি-র

ওয়ে টু বরাক, ১২ জানুয়ারি : বরাক উপত্যকার কথাশিল্প সংস্থা এসো বলি-র ষষ্ঠ বর্ষপূর্তি হতে যাচ্ছে ১২ জানুয়ারি। বিশ্বের শ্রেষ্ঠ বক্তা স্বামী বিবেকানন্দর জন্মদিনে গত ২০১৯ এ আত্মপ্রকাশ করেছিল ‘এসো বলি’। সমাজে ছাত্র ও যুবাদের মধ্যে বক্তৃতা ও কথা বলার পারদর্শিতা বৃদ্ধির লক্ষই মূল উদ্দেশ্য সংস্থার। এই উদ্দেশ্যকে সামনে রেখেই ছাত্রছাত্রী ও যুবাদের নিয়ে কাজ করে যাচ্ছেন এসো বলি-র কর্মকর্তারা। উল্লেখ্য, প্রবীণদেরও নিজের কর্মকাণ্ডে সামিল করে নিয়েছে এসো বলি বিগত ছ’বছরে।

Rananuj

এসো বলি- র প্রতিষ্ঠাতা সভাপতি সব্যসাচী রুদ্রগুপ্ত জানিয়েছেন, ১২ জানুয়ারি সকালে সংস্থার পতাকা উত্তোলনের পর স্বামী বিবেকানন্দর প্রতিকৃতিতে প্রণাম নিবেদন করবেন সদস্যরা। তারপর ষষ্ঠ বর্ষপূর্তি উপলক্ষে তিনদিনে ছাত্র-যুবাদের মধ্যে ছ’টি কথাশিল্প ও বক্তৃতামূলক অনুষ্ঠান আয়োজিত হবে । উল্লেখ্য, বরাক উপত্যকার নানা জায়গা সহ এবার পশ্চিম বাংলার পুরুলিয়াতেও দুটি অনুষ্ঠানের আয়োজন করেছে সংস্থা। এর আগেও পশ্চিম বাংলা ও ত্রিপুরাতে এসো বলি অনুষ্ঠান আয়োজন করেছে।প্রতিযোগিতামূলক প্রত্যেক অনুষ্ঠানের বিজয়ীদের পুরস্কার ও অংশগ্রহণকারীদের শংসাপত্র প্রদান করা হবে বলে জানানো হয়েছে এসো বলি-র পক্ষ থেকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker