India & World UpdatesAnalyticsBreaking News
শ্রীরাম পথ যাত্রা, নয়া প্যাকেজ ট্যুর রেলের
৩১ অক্টোবর : লকডাউনের পর ক্রমশ স্বাভাবিক হচ্ছে সবকিছু। স্কুল-কলেজ খুলছে, মন্দির-মসজিদে ধর্মীয় অনুষ্ঠান, বিভিন্ন ইস্যুতে জমায়েত ইত্যাদি শুরু হয়েছে। রেল-বিমান ধীরলয়ে হলেও যাত্রী পরিবহণ করছে। এই পরিস্থিতিতে পর্যটকদের জন্য নয়া প্যাকেজ ট্যুর শুরু করছে আই আর সি টি সি। ভারতীয় রেলের এই ট্যুর প্যাকেজ ‘শ্রীরাম পথ যাত্রা’। রেল মন্ত্রক সূত্রে খবর, দেশ জুড়ে রাম জন্মভূমি সম্পর্কে মানুষের যে আগ্রহ হয়েছে তাকে কাজে লাগাতে চাইছে ভারতীয় রেল। এই প্যাকেজের যা যাত্রা শুরু হবে ১২ ডিসেম্বর থেকে।
দেরাদুন স্টেশন থেকে এই ট্রেন যাত্রা করবে। নন এসি স্লিপার কোচ ১২ বগির এই ট্রেন। এই প্যাকেজ চালু করা হচ্ছে শ্রী রামায়ণ যাত্রা সম্পর্কে। যারা এই ট্রেনে ওঠানামা করবেন তারা দেরাদুন, হরিদ্বার, মেরুট, গাজিয়াবাদ, আলিগড়, হাথরস, টুন্ডলা ও এটাওয়া স্টেশন ব্যবহার করবেন। ৫ রাত, ৬ দিনের এই ট্যুর নিয়ে আগ্রহ দেখিয়েছেন বহু মানুষ। রাম পথের এই যাত্রায় দেখানো হবে, রাম জন্মভূমি, হনুমান গৃহ, অযোধ্যায় সরযূ নদীতে সন্ধ্যার আরতি, নন্দীগ্রামের ভারত মন্দির, ত্রিবেণী সঙ্গম, হনুমান মন্দির, প্রয়াগের ভরদ্বাজ আশ্রম।
এছাড়া দেখানো হবে চিত্রকূট, হনুমান ধারা, গুপ্ত গোদাবরী, রামঘাট, মন্দাকিনী নদী, সতী মন্দির। পর্যটকদের দেওয়া হবে নিরামিষ খাবার। তাদের রাখা হবে যে কোনও ধর্মশালায়। নন এসি বাসে করে ঘোরানো হবে পর্যটকদের। আই আর সি টি সি’র একজন ট্যুর ম্যানেজার দেওয়া হবে। পর্যটকদের কাছ থেকে নেওয়া হবে ৫৬৭০ টাকা। এর সঙ্গে অবশ্য ট্যাক্স যুক্ত থাকবে। লকডাউন পরবর্তী অধ্যায়ে এই প্রথম ট্যুর প্যাকেজ চালু হতে চলেছে। এর আগে চলতি বছরে ভারতীয় রেল চালু করেছিল রামায়ণ এক্সপ্রেস। যেখানে ১৬ দিনে রামায়ণে বর্ণিত সব কটি জায়গা পরিদর্শন করানোর কথা বলা হয়েছিল। তবে লকডাউনের কারণে তা আর চালু হয়নি। রেল আশাবাদী তাদের এই প্যাকেজ লাভবান হবে।