NE UpdatesBarak Updates
শুক্রবার থেকে নাগাল্যান্ডে ৭ দিনের লকডাউন
১১ মে : নাগাল্যান্ডে কোভিড পরিস্থিতি মারাত্মকভাবে বেড়ে যাওয়ায় এ বার লকডাউনের পথেই হাঁটছে রাজ্য সরকার। আগামী ১৪ মে অর্থাৎ শুক্রবার থেকে রাজ্যে ৭ দিনের লকডাউন ঘোষণা করা হয়েছে। নাগাল্যান্ড সরকারের কোভিড সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি মঙ্গলবার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেছে।
ঘোষণা অনুযায়ী শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে লকডাউন শুরু হবে এবং তা চলবে ২১ মে পর্যন্ত। প্রাপ্ত খবরে জানা গেছে, মঙ্গলবার কোহিমায় নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর বাসভবনে কোভিড সংক্রান্ত উচ্চ পর্যায়ের কমিটি এক বৈঠকে বসে। এই বৈঠকেই লকডাউন নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বৈঠকে জানানো হয়, এ নিয়ে রাজ্য সরকার খুব শীঘ্রই একটি নীতি নির্দেশিকা প্রকাশ করবে। তাছাড়া রাজ্যে কোভিড টেস্টিং আরও বাড়ানোর ওপর বৈঠকে আলোচনা হয়েছে।