CultureBreaking News

শিল্পী দিবসে বিশ্ববিদ্যালয়েও হবে অসম সাহিত্য সভার অনুষ্ঠান
Programme of Shilpi Dibosh to be held at Assam Univ by Assam Sahitya Sabha

৫ জানুয়ারিঃ জ্যোতিপ্রসাদ আগরওয়ালার মৃত্যুতিথিতে এবার কেন্দ্রীয়ভাবে শিল্পী দিবস আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে অসম সাহিত্য সভার কাছাড় জেলা কমিটি। ১৭ জানুয়ারি সংগঠনের জেলা কমিটি ও আসাম বিশ্ববিদ্যালয়ের ‘ছাত্র একতা সভা’র যৌথ উদ্যোগে হবে সেই আয়োজন। ওইদিন শিলচরের অসম সাহিত্যসভা প্রাঙ্গণ ও বিশ্ববিদ্যালয়ের বিপিনচন্দ্র পাল প্রেক্ষাগৃহে হবে নানা অনুষ্ঠান। এতে অংশ নেওয়ার জন্য অসম সাহিত্য সভার কেন্দ্রীয় সভাপতি ড. পরমানন্দ রাজবংশীর নেতৃত্বে দশ জনের এক প্রতিনিধি দল ১৬ জানুয়ারি এসে পৌঁছাবেন।

Rananuj


১৭ জানুয়ারি সকাল ৮-৩০ টায় সাহিত্য সভা চত্বরে পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হবে আলোচনা সভা, স্মৃতি তর্পণ, সাংস্কৃতিক পর্ব ইত্যাদি নিয়ে গুচ্ছ কর্মসূচি। বিকেল ৪ টায় হবে বিশ্ববিদ্যালয়ের বিপিনপাল প্রেক্ষাগৃহে অনুষ্ঠানের সূচনা। পুরো আয়োজনের বিভিন্ন পর্বে  বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দিলীপচন্দ্র নাথ ও বাংলা বিভাগের প্রধান ড. বিশ্বতোষ  চোধুরী, অধ্যাপক হিল্লোল জ্যোতি সিংহ, জেলাশাসক ড. এস লক্ষ্মণন, বরাকবঙ্গের কেন্দ্রীয় সভাপতি ড.সৌরীন্দ্রকুমার ভট্টাচার্য, সোনাইর বিধায়ক আমিনুল হক লস্কর, লোকগবেষক ড. অমলেন্দু ভট্টাচার্য, কোচ রাজবংশী সমাজ উন্নয়ন কমিটির কাছাড় জেলা কমিটির সভাপতি ফুলদেব রাজবংশী প্রমুখ বিশিষ্টজনের উপস্থিত থাকার কথা রয়েছে। কেন্দ্রীয় শিল্পী দিবস উদযাপন সমিতির সম্পাদক সমীর মেধি শনিবার এই অনুষ্ঠানের ব্যাপারে সাংবাদিকদের জানিয়েছেন।

January 5: The Cachar District Committee of Assam Sahitya Sabha will centrally observe Shilpi Dibosh on the death anniversary of Jyoti Prasad Agarwal. The programme will be held on 17 January which will be a collaboration between the Cachar District Committee of Assam Sahitya Sabha and ‘Chhatra Ekata Sabha’ of Assam University. On that day, various programmes will be organised in the premises of Silchar Assam Sahitya Sabha and Bipin Chandra Pal Auditorium of Assam University. In this connection, a 10-member delegation of Assam Sahitya Sabha headed by its central President Dr. Paramananda Rajbangshi will reach Silchar on 16 January.


Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker