Barak UpdatesBreaking News
শিলচর মেডিক্যালে বাড়ছে ২৫ আসন, রাজ্যে ১৭৪
২২ জুন : যারা মেডিক্যালে পড়তে চান এবং আর্থিক কারণে সাহস করছেন না তাদের জন্য সুখবর। মেডিক্যাল কাউন্সিল অব ইন্ডিয়া আর্থিকভাবে দুর্বল শ্রেণির জন্য সংরক্ষণ ব্যবস্থার অধীনে আসামের ৬টি চিকিৎসা মহাবিদ্যালয়ে এমবিবিএস পাঠ্যক্রমে অতিরিক্ত ১৭৪টি আসন বৃদ্ধিতে অনুমোদন জানিয়েছে। সে অনুযায়ী বর্তমান ২০১৯-২০ শিক্ষাবর্ষ থেকে আসামের ৬টি মেডিক্যাল কলেজে মোট আসনের সংখ্যা বর্তমানের ৭২৬ থেকে বাড়িয়ে ৯০০ করা হবে।
কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রকের শুক্রবার জারি করা এক নির্দেশ অনুযায়ী এটি কার্যকর করা হবে। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা এ কথা জানিয়েছেন।
এই নির্দেশ অনুযায়ী ডিব্রুগড়ে থাকা আসাম মেডিক্যাল কলেজে আসন সংখ্যা ১৭০ থেকে বাড়িয়ে ২০০, গুয়াহাটি মেডিক্যাল কলেজে ১৫৬ থেকে বাড়িয়ে ২০০, বরপেটার ফখরুদ্দিন আলি আহমেদ মেডিক্যাল কলেজে বর্তমানের ১০০টি থেকে বাড়িয়ে ১২৫টি, যোরহাট মেডিক্যাল কলেজে ১০০ থেকে বাড়িয়ে ১২৫টি, তেজপুর মেডিক্যাল কলেজে ১০০ থেকে বাড়িয়ে ১২৫টি এবং শিলচর মেডিক্যাল কলেজে ১০০ থেকে বাড়িয়ে ১২৫টি আসন করা হবে।