Barak UpdatesBreaking News

শিলচর জেলের ৭ রোহিঙ্গা স্বভূমে ফিরলেন
7 Rohingiyas from Silchar Jail reached Myanmar

অবশেষে নিজের দেশের মাটিতে পা রাখলেন শিলচর জেলের সাত বন্দি। মায়ান্মার সরকার বৃহস্পতিবার তাদের ভারত সীমান্ত থেকে নিয়ে যায়। ৫ বছর আগে তাঁরা বাংলাদেশ হয়ে করিমগঞ্জ সীমান্ত দিয়ে ভারতে ঢুকেছিলেন। মোট ১৩ রোহিঙ্গা ধরা পড়লেও মায়ান্মার সরকার ৭ জনেরই বাড়ি খুঁজে পেয়েছে। বুধবার কাছাড় পুলিশ কড়া নিরাপত্তায় তাদের মণিপুরে নিয়ে যায়। নেতৃত্বে ছিলেন ডিএসপি সুধাংশুকুমার দাস।


বৃহস্পতিবার মায়ান্মার পুলিশের দল মোরে-তামু সীমান্তের জিরো পয়েন্টে আসে। দুই দেশের মধ্যে বন্দি হস্তান্তর সংক্রান্ত কাগজপত্র স্বাক্ষরিত হয়। পরে বেলা ১টা নাগাদ ৭ রোহিঙ্গার বন্দিজীবনের অবসান ঘটে।

শিলচর জেল সূত্রের খবর, তারা অনেকদিন ধরেই বাড়ি ফেরার জন্য অস্থির ছিলেন। মায়ান্মার সরকারের সম্মতির খবর পেয়ে উতফুল্ল হয়ে ওঠেন। কিন্তু বাকি ৬জনের কথা ভেবে তা প্রকাশের সুযোগ মেলেনি। বাকি ৬জনও অপেক্ষায় রয়েছেন, তাঁদের ঠিকানা খুঁজে বের করে কবে মায়ান্মার সরকার ফিরিয়ে নিয়ে যায় তাদের। তবে প্রাক্তন কংগ্রেস বিধায়ক আতাউর রহমান মাঝারভুইয়া বলেন, নির্যাতনের শিকার হয়েই মায়ানমারের রোহিঙ্গারা এদেশে-ওদেশ করছেন। একই কারণে এ দেশে আসা হিন্দুদের নাগরিকত্ব দেওয়ার কথা ভাবা হলে রোহিঙ্গাদেরও একই সুবিধে দেওয়া প্রয়োজন।


English

Related Articles

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker