Barak UpdatesBreaking News
সিদ্দেক সহ ৫ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাSiddique alongwith 4 others were issued warrent
৬ অক্টোবর : নিলামবাজার গার্লস হোস্টেল দুর্নীতি মামলায় প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদ সহ ৫ জনের বিরুদ্ধে জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করলেন করিমগঞ্জের মুখ্য ন্যায় দণ্ডাধীশ আব্দুল কাদের। এই মামলায় সিদ্দেক আহমেদ ছাড়া অন্য অভিযুক্তরা হলেন, করিমগঞ্জ জেলা পরিষদের তখনকার সিইও সমো থিয়েক, গ্রামোন্নয়ন বিভাগের এক কর্তা তাজউদ্দিন চৌধুরী, জেলা পরিষদের দু’জন জুনিয়র অ্যাকাউন্ট্যান্ট প্রমোদ রঞ্জন দত্ত ও অচ্যুতপদ দত্ত। শনিবার বিচারপতি তাদের বিরুদ্ধে দু’লক্ষ টাকার জামিনযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করে আগামী ৩১ অক্টোবরের মধ্যে আদালতে হাজির হবার নির্দেশ দিয়েছেন।
করিমগঞ্জ আদালতের সরকারি আইনজীবী দিলীপ দাস জানিয়েছেন, গুয়াহাটির বিশেষ আদালত থেকে এই মামলাটি বিচারের জন্য করিমগঞ্জ মুখ্য ন্যায় দণ্ডাধীশের আদালতে পাঠানো হয়েছে। ফলে অভিযুক্তদের এখন করিমগঞ্জ আদালতে হাজিরা দিতে হবে।
প্রসঙ্গত, নিলামবাজার গার্লস হোস্টেল নির্মাণে ২০০৭-০৮ অর্থবর্ষে ৪৪ লক্ষ টাকা মঞ্জুর হয়। করিমগঞ্জ জেলা পরিষদের অধীনে এই কাজে ব্যাপক দুর্নীতির অভিযোগ ওঠে। গুয়াহাটির বিশেষ আদালতে একটি মামলা দায়ের করা হয়। তদন্তে নামে মুখ্যমন্ত্রীর দুর্নীতি দমন শাখা। তদন্ত শেষ করে দুর্নীতি দমন শাখার ডিএসপি তফোজ্জল হোসেন গুয়াহাটি বিশেষ আদালতে একটি চার্জশিট দাখিল করেন। এতে প্রাক্তন মন্ত্রী সিদ্দেক আহমেদের বিরুদ্ধে হোস্টেল নির্মাণে কুড়ি লক্ষ টাকা নয়ছয় করার অভিযোগ ওঠে। তদন্তে বাকি চারজনের বিরুদ্ধে এর সঙ্গে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধেও চার্জশিট দাখিল করা হয়।