Barak UpdatesAnalyticsCulture
শিলচর ইয়ুথ কয়্যারের সঙ্গীত দিবসের অনুষ্ঠানে গাইবেন সূর্যলাল দাশ
ওয়ে টু বরাক, ৮ জুন ঃ আগামী ২১ জুন বুধবার সন্ধ্যা ঠিক ৫-৩০ মিনিট থেকে শিলচর গান্ধী ভবনে শহরের প্রতিষ্ঠিত সংগঠন শিলচর ইয়ুথ কয়্যার আয়োজন করতে চলেছে বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান ৷
শিলচর ইয়ুথ কয়্যারের সাধারণ সম্পাদক সন্তোষ চন্দ জানান, বিশ্ব সঙ্গীত দিবস উপলক্ষে ইয়ুথ কয়্যারের পক্ষ থেকে শহরের বিশিষ্ট কয়েকজন ব্যক্তিকে সম্মান জানাবে আয়োজক সংস্থা ৷ অনুষ্ঠানে বিশেষ আকর্ষণ হিসেবে থাকছে বাংলাদেশের আন্তর্জাতিক শিল্পী বাউল সূর্যলাল দাশের সঙ্গীত ৷ বাউল সূর্যলাল দাশ বিশ্বের বহু দেশে অনুষ্ঠান করে সুনাম অর্জন করেছেন৷ বাংলাদেশের বাউল সঙ্গীতকে প্রচার ও প্রসারের ক্ষেত্রে যে কয়েকজন শিল্পী কাজ করে যাচ্ছেন তার মধ্যে সূর্যলাল দাশ অন্যতম।
এ বার বিশ্ব সঙ্গীত দিবসে বাউল শিল্পী সূর্যলাল দাশকে ইয়ুথ কয়্যারের পক্ষ থেকে সম্মান জানাতে শিল্পীকে আমন্ত্রণ জানিয়েছে সংস্থা ৷ সম্মান জানানো হবে বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব সমাজসেবী স্বর্ণালি চৌধুরী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, নাট্যকার এবং সম্মিলিত সাংস্কৃতিক মঞ্চের সাধারণ সম্পাদক অজয় কুমার রায়, সাংস্কৃতিক কর্মী কানাইলাল দাস, শিল্পী-সাংস্কৃতিক কর্মী গৌতম গুপ্ত এবং ছাত্র নেতা রূপম নন্দীপুরকায়স্থকে ৷
শিলচর ইয়ুথ কয়্যারের সাংস্কৃতিক সম্পাদক আইনজীবী সোনালি দে জানান, ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসেই রয়েছে যোগা দিবস। তাই যোগা দিবস উপলক্ষে ১৮ জুন বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। একই দিনে থাকছে সৃজনশীল নৃত্য প্রতিযোগিতা। ২১ জুন বিশ্ব সঙ্গীত দিবসের সাংস্কৃতিক অনুষ্ঠানের ফাঁকে প্রতিযোগিতার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হবে পুরস্কার এবং শংসাপত্র ৷ সোনালি দে জানান, বসে আঁকো এবং সৃজনশীল নৃত্যের ইচ্ছুক প্রতিযোগীরা আগামী ১৭ জুনের মধ্যে সংস্থার সঙ্গে যোগাযোগ করে নাম তালিকাভুক্ত করতে পারবেন ৷ অনুষ্ঠান সার্থক করে তুলতে সবার অংশগ্রহণ কামনা করছে আয়োজক কমিটি।
বিশ্ব সঙ্গীত দিবস শুধু গানের মাধ্যমে পালন করতে চাইছে না সংস্থা, অনুষ্ঠানে থাকছে বিভিন্ন ধরনের সমবেত সঙ্গীত, একক সঙ্গীত সহ প্রতিষ্ঠিত নৃত্যশিল্পীদের সমবেত নৃত্য ৷ সভাপতি রজত ঘোষ বলেন, শিলচর ইয়ুথ কয়্যার জন্মলগ্ন থেকে সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের জড়িয়ে রেখেছে। বর্তমানে সংস্থা বিদেশের বিভিন্ন শিল্পীর সঙ্গে সম্পর্ক রেখে চলেছে তার কাজের মাধ্যমে ৷ এবার পালন করছে বিশ্ব সঙ্গীত দিবস। অনুষ্ঠান সার্থক করে তুলতে সহযোগিতার হাত বাড়িয়েছে ড্রিমস সাংস্কৃতিক সংস্থা। সবার উপস্থিতিতে অনুষ্ঠান সুন্দর হয়ে উঠবে এই আশা করছেন আয়োজক কমিটি।