Barak UpdatesCultureBreaking News
শিলচর ইয়ুথ কয়্যারের বিজয়া সম্মেলন
১২ অক্টোবর : শিলচর ইয়ুথ কয়্যারের ব্যবস্থাপনায় শুক্রবার সন্ধ্যায় বিজয়া সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এই সম্মেলনে বিজয়ার শুভেচ্ছা বিনিময়, কিছু আড্ডা, মিষ্টিমুখ সহ ছিল সঙ্গীতের আসর। শিলচর ইয়ুথ কয়্যারের অস্থায়ী কার্যালয়ে এ দিন সঙ্গীত পরিবেশন করেন শ্রোতাপ্রিয়া শর্মা, স্বর্ণালি রায়, রাজদুলালি ভৌমিক, চায়না সোম, শংকর বিশ্বাস, শিবশংকর ধর, সংহিতা চক্রবর্তী এবং আমন্ত্রিত শিল্পী পঙ্কজ নাথ। শিশুশিল্পী দোয়েল সোম ও প্রজ্ঞা দেব একক সঙ্গীত পরিবেশন করে। একক নৃত্য পরিবেশন করে শিশুশিল্পী ঈশানী ধর। যন্ত্রসঙ্গীতে সহযোগিতা করেন তবলায় সন্তোষ চন্দ, গিটারে শংকর বিশ্বাস, পারকাশনে শুভদীপ ধর, হারমোনিয়ামে শিবশংকর ধর ও গৌতম নন্দী।
বিজয়া উপলক্ষে বক্তব্য রাখেন সংঘমিত্রা সোম, শম্পা ধর, পঙ্কজ নাথ, রাজদুলালি ভৌমিক, শ্রোতাপ্রিয়া শর্মা, শিবশংকর ধর, সন্তোষ চন্দ, চায়না সোম, অভিষেক পাল প্রমুখ। সঞ্চালনায় ছিলেন প্রদীপ সুত্রধর। টানা তিন ঘণ্টা ধরে চলে এই অনুষ্ঠান। সংস্থার সদস্য ছাড়াও আমন্ত্রিত অতিথিরা এই অনুষ্ঠান উপভোগ করে শিলচর ইয়ুথ কয়্যারের এ ধরনের অনুষ্ঠান আয়োজনকে সাধুবাদ জানান।