NE UpdatesAnalyticsBreaking News
শিক্ষা সেতু অ্যাপ চালাতে প্রতিটি স্কুলকে ট্যাবলেট, ঘোষণা পেগুর
গুয়াহাটি, ২৫ এপ্রিল : নতুন শিক্ষানীতির সুপারিশগুলো কার্যকর করার জন্য এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে স্কুলস্তরে শিক্ষক ও ছাত্রদের কার্যকলাপের হিসেব রাখার জন্য আসাম সরকারের শিক্ষা বিভাগ বিদ্যালয় নিরীক্ষণ ও ব্যবস্থাপনা প্রণালী রূপায়নের জন্য প্রক্রিয়া শুরু করেছে। গুয়াহাটিতে শিক্ষা বিভাগের কার্যালয়ে এ সংক্রান্ত এক সাংবাদিক বৈঠকে এ কথা জানিয়ে শিক্ষামন্ত্রী ডাঃ রণোজ পেগু বলেন, বিদ্যালয়গুলোর শিক্ষা ব্যবস্থাপনার জন্য শিক্ষা সেতু অ্যাপটি সরকার চালু করেছে।
তিনি জানান, নতুন শিক্ষা বর্ষ শুরুর সঙ্গে সঙ্গে শিক্ষা সেতুও শুরু হয়ে যাবে। সোমবার থেকে আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যালয়গুলোর সম্পূর্ণ তথ্য এই অ্যাপে সংযুক্ত করা হবে। তাঁর কথায়, এই অ্যাপটি পুরোপুরি রাজ্য সরকারের। এতে কেন্দ্র সরকারের কোনও ভূমিকা থাকবে না। এটি পরিচালনা করার জন্য প্রতিটি বিদ্যালয় কর্তৃপক্ষকে একটি করে ট্যাবলেট দেওয়া হবে। যে বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীদের সংখ্যা বেশি, সেখানে দুটি ট্যাবলেট দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরও জানান, এই ট্যাবলেটগুলো পরিচালনা করার জন্য স্কুলগুলোকে অর্থ প্রদান করা হবে। এই ট্যাবলেট চালানোর জন্য প্রয়োজন হওয়া সিমকার্ড, ইন্টারনেট ইত্যাদির খরচ এই তহবিল থেকেই নেওয়া হবে। তাছাড়া এই ট্যাবলেট চালানোর জন্য স্কুলের একজন কর্মচারী দায়িত্ব নেবেন। শিক্ষা বিভাগ এ পর্যন্ত ৫৩ হাজার ট্যাবলেট বিতরণ করেছে। বেসরকারি স্কুলগুলোর জন্যও এই শিক্ষা সেতু পোর্টাল বাধ্যতামূলক হবে বলে তিনি এ দিন উল্লেখ করেছেন।
তিনি জানান, স্কুলগুলোকে চারটি ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগগুলো হচ্ছে, প্রথম শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি, ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণি, নবম ও দশম শ্রেণি এবং একাদশ ও দ্বাদশ শ্রেণি। তিনি আরও যোগ করেন, বিদ্যালয় সংলগ্ন এলাকায় কী কী ভাষার লোক থাকে, পড়ুয়ারা কী কী ভাষায় কথা বলে, স্থানীয় ভাষায় কতজন লোক কথা বলেন, এইসব তথ্য পোর্টালে উল্লেখ করতে হবে, যাতে এই অঞ্চলে থাকা বিদ্যালয়গুলোর ম্যাপিং করতে সুবিধা হয়।