Barak Updates

শিক্ষক নেই, ছাত্র নেই, উচ্চ মাধ্যমিক হারাচ্ছে করিমগঞ্জের বিপিন পাল বিদ্যানিকেতন

২৬ জুলাইঃ অনেকদিন ধরেই উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষকের অভাব করিমগঞ্জের বিপিন পাল বিদ্যানিকেতনে। দাবি করেও শিক্ষক মেলেনি। বরং কমতে কমতে তা শূন্যে নেমে এসেছে। উচ্চ মাধ্যমিকের কোনও সেকশনে কোনও শিক্ষক না থাকায় এ বার আর কোনও ছাত্র ভর্তির আবেদন জানায়নি। এর মধ্যে করিমগঞ্জের বিদ্যালয় পরিদর্শক স্থায়ী অধ্যক্ষ নিযুক্তির বিজ্ঞাপন প্রকাশের জন্য ভারপ্রাপ্ত অধ্যক্ষকে নির্দেশ দেন। ভারপ্রাপ্ত অধ্যক্ষ বিশ্বনাথ মজুমদার তাঁর এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে হাইকোর্টে যান। তাঁর বক্তব্য, যে স্কুলে উচ্চ মাধ্যমিক স্তরে কোনও শিক্ষক নেই, ছাত্র নেই। সেখানে অধ্যক্ষ নিযুক্তি অর্থহীন। বরং এখন যেহেতু মাধ্যমিক স্তর পর্যন্ত পড়াশোনা হচ্ছে, একে মাধ্যমিক বিদ্যালয়েরই স্ট্যাটাস দেওয়া হোক। হাইকোর্টের বিচারপতি কোটিশ্বর সিং শিক্ষা দফতর ও অর্থ দফতরকে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ দেন। ফলে বিপিন পাল বিদ্যানিকেতন থেকে উচ্চ মাধ্যমিক চিরতরে উঠে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা।

Rananuj

বরাক উপত্যকার বহু স্কুলে একই ধরনের শিক্ষক সমস্যা। উচ্চ মাধ্যমিকে ক্লাশ চালানো মুশকিল। সবাই আশঙ্কায়, উচ্চ মাধ্যমিকের পঠনপাঠন যদি বন্ধ হয়ে যায়! তাতে দুস্থ ছাত্ররা পড়বে সমস্যায়। কারণ সরকারি স্কুলই তাদের উচ্চ মাধ্যমিক পড়ার একমাত্র ভরসাস্থল।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker