Barak UpdatesBreaking News
কারাগারে গার্ডেনিং কোর্সের শংসাপত্র দিল আর্ট অব লিভিংCertificates of Gardening course distributed in Silchar Jail
১৫ আগস্ট: আর্ট অব লিভিং ফাউন্ডেশনের এসএসআরডিপি (শ্রীশ্রী রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট) প্রকল্পের অন্তর্গত গার্ডেনিং কোর্সের শংসাপত্র শিলচর কেন্দ্রীয় কারাগারে দেওয়া হল বৃহস্পতিবার। কোর্সের সহযোগিতায় ছিল শ্রীশ্রী কৌশল বিকাশ কেন্দ্র। বৃহস্পতিবার ৭৩তম স্বাধীনতা দিবসের গর্বিত মুহূর্তে জেলের এই কয়েদি প্রশিক্ষণার্থীদের হাতে শংসাপত্র তুলে দেওয়া হয়। প্রকল্পের কোঅর্ডিনেটর হিতেশ পাল সহ আর্ট অফ লিভিং ফাউন্ডেশনের জয়দীপ নাথ, পুলক ভট্টাচার্য, অভিক ভট্টাচার্য, শতাক্ষী ভট্টাচার্য ও জেলের প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
ফাউন্ডেশনের ডিভোটি শতাক্ষী ভট্টাচার্য বলেন, বিভিন্নভাবে সমাজের মূল স্রোত থেকে দূরে সরে যাওয়া মানুষের জন্যও ভাবে আর্ট অব লিভিং। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গুরুজি শ্রীশ্রী রবিশঙ্কর পিছিয়ে পড়াদের মুলস্রোতে ফিরিয়ে আনতে, তাঁদের সাবলম্বী করতে অনেক প্রকল্প চালু করেছেন। সমগ্র দেশের গ্রাম-শহরে যার সফল রূপায়ন হচ্ছে সবার সহযোগিতায়। গার্ডেনিং প্রশিক্ষণ এরই মধ্যে একটি।