Barak UpdatesBreaking News

শনিবার শিলচরে অপিনিয়ন মোভার্সের আহ্বানে আলোচনা সভা
Panel discussion to be organised by Opinion Movers on Saturday

২ নভেম্বরঃ সোশ্যাল মিডিয়ায় যে সব গ্রুপ তৈরি হয়, সেগুলি মূলত শুধুই নিজেদের মধ্যে মত বিনিময়েই সহায়ক ভূমিকা পালন করে। সভা-সমিতি বা কোনও বিশেষ কর্মসূচি পালন অধিকাংশের পক্ষেই সম্ভব হয়ে ওঠে না। কিন্তু ব্যতিক্রম অপিনিয়ন মোভার্সের পথচলা। সদস্যগ্রহণে গ্রুপটি যেমন রুচি-পছন্দের পরিচয় দিচ্ছে, তেমনি আলোচনার মান ও কর্মসূচি গ্রহণে। শনিবার সন্ধ্যা ৬টায় শিলচরের হোটেল ইলোরাতে অপিনিয়ন মোভার্স এক আলোচনা সভার আয়োজন করেছে। বিষয়ঃ আসামের বর্তমান পটভূমিতে বরাক উপত্যকার জনগণের অস্তিত্বের সঙ্কটঃ মুক্তির উপায় এবং বরাক পৃথকীকরণের প্রাসঙ্গিকতা।

কেন এই ধরনের এক আলোচনা, এরও ব্যাখ্যা দিয়েছেন গ্রুপ অ্যাডমিন দীপক সেনগুপ্ত। তিনি বলেন, নাগরিকত্ব নিয়ে অসমের ভাষিক ও ধর্মীয় সংখ্যালঘুদের মনে গভীর অনিশ্চয়তা ও উদ্বেগের সৃষ্টি করেছে। পরিস্থিতি ক্রমেই এমন হচ্ছে যে, বরাক উপত্যকার বাঙালিরা তাঁদের অধিকার হারাতে চলেছে। এমনকী, পরিচয় ধরে রাখাটাও কঠিন হয়ে দাঁড়িয়েছে। ফলে সৃষ্টি হয়েছে বরাকবাসীক অস্তিত্বের সংকট।  এ থেকে পরিত্রাণের উপায় খুঁজতেই মূলত ওপিনিয়ন মোভার্স শনিবারের এই বিশেষ প্রয়াস হাতে নিয়েছে। আলোচনায় অংশ নেবেন তপোধীর ভট্টাচার্য, কিশোর ভট্টাচার্য, অরিজিত আদিত্য, ইমাদউদ্দিন বুলবুল, কৃষ্ণেন্দু রায় ও অরবিন্দ রায়।

English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker