Barak UpdatesBreaking News
লোকসভা ভোট : টুকরো খবর
ভোটের দায়িত্বে আংশিক পরিবর্তন
১৫ মার্চ : কাছাড় জেলায় লোকসভা নির্বাচনের এক্সপেন্ডিচার মনিটরিং সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক এক নির্দেশে জানিয়েছেন, এক্সপেন্ডিচার অবজার্ভারের নির্দেশ অনুসারে শিলচরের সি পি ডব্লিউ ডি বিভাগের বাপ্পাদিত্য পালকে লিয়াসন অফিসার হিসেবে নিয়োগ করা হয়েছে l
এই সেলের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অন্য এক নির্দেশে জানিয়েছেন, শালগঙ্গা এলাকায় স্ট্যাটিক সার্ভিলেন্স দলের ইনচার্জ হিসেবে অরুণাচল কৃষিবিজ্ঞান কেন্দ্রের দীপেনচন্দ্র নাথের স্থলে শিলচর জিসি কলেজের শাহীন আহমেদ ভূইয়াকে নিয়োগ করা হয়েছে l নির্বাচন আয়োগের নির্দেশ অনুসারে এই আংশিক পরিবর্তন করা হয়েছে l
মানুষের অসুবিধা নিরসনে প্রশাসনের কমিটি
১৫ মার্চ : কাছাড়ের জেলা নির্বাচন আধিকারিক তথা জেলাশাসক লায়া মাদ্দুরী এক নির্দেশে জানিয়েছেন, নির্বাচন কমিশনের আদেশ অনুসারে কাছাড় জেলায় সাধারণ মানুষের অভিযোগ ও অসুবিধাসমূহ সমাধান করে দেবার জন্য একটি কমিটি গঠন করে দেওয়া হয়েছে। এই কমিটি পুলিশ, এসএসটি বা এফএস-দের দ্বারা বাজেয়াপ্ত করা বিষয়গুলো তদারকি করবে l কমিটিতে দিবাকর দোলে, জেআর লালসিম এবং বিশ্বজিৎ পাল কাজ করবেন l
মাস্টার ট্রেনারদের জন্য ডি আর ডি এ-তে সভা
১৫ মার্চ : কাছাড় জেলায় আসন্ন লোকসভা নির্বাচন উপলক্ষে ইভিএম /ভি ভি প্যাট এবং অন্যান্য ভোট প্রক্রিয়া সম্পর্কে বুঝিয়ে দেওয়া হবে। ১৬ মার্চ বিকেল তিনটায় এ সংক্রান্ত সভা হবে শিলচরের ডিআরডিএ কনফারেন্স হলে l এই সভায় বিভিন্ন মাস্টার ট্রেনারদেরও বুঝিয়ে দেওয়া হবে। সংশ্লিষ্ট ৫১ জন মাস্টার ট্রেনারদের জানানো যাচ্ছে যে, ১৬ মার্চ বিকেল তিনটায় শিলচরের ডিআরডিএ কনফারেন্স হলে উপস্থিত হয়ে ইভিএম এবং ভি ভি প্যাট ইত্যাদি সম্পর্কে যাতে তারা জেনে নেন l
গ্রামীণ মহিলাদের সচেতন করতে সভা
১৫ মার্চ : ভোট দেবার অধিকার এবং অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত করার উদ্দেশ্যে জেলার গ্রামীণ এলাকায় মহিলা ভোটারদের সচেতন করে তোলার লক্ষ্যে আইদেওচরার অধীনে নির্বাচিত চন্দ্রপ্রভা বাইদেওদের সঙ্গে নিয়ে শুক্রবার শিলচরে এক সভা অনুষ্ঠিত হয় l আসাম স্টেট রুরাল লাইভলিহুড মিশন-এর অধীনে কাছাড়ের জেলা গ্রামোন্নয়ন সংস্থার সভাকক্ষে জেলার মোট আটটি উন্নয়ন খণ্ডের মহিলাদের নিয়ে অনুষ্ঠিত এই সভায় গ্রামাঞ্চলে মহিলা ভোটারদের কীভাবে তাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতে পারা যায় সে ব্যাপারে আলোচনা হয়েছে।