NE UpdatesAnalyticsBreaking News
লোকসভা ভোট : আজ শুরু ইভিএম পরীক্ষা, দেখে নিন কমিশনের সূচি
গুয়াহাটি, ১ সেপ্টেম্বর ঃ লোকসভা নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে দেশের নির্বাচন কমিশন। আসামের মুখ্য নির্বাচন কমিশনার অনুরাগ গোয়েল গুয়াহাটিতে এক সাংবাদিক বৈঠক করে ২০২৪ নির্বাচন নিয়ে কমিশনের কাজকর্মের প্রস্তুতি তুলে ধরেন।
মুখ্য নির্বাচন কমিশনার এ দিন জানান, ২০২৪ সালের ৩১ জানুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে। নির্বাচনী প্রস্তুতি হিসেবে ১ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে প্রথম পর্যায়ের ইভিএম পরীক্ষা। অর্থাৎ আজ থেকেই রাজ্যের ৫০ নির্বাচনী কেন্দ্রে প্রথম পর্যায়ের ইভিএম পরীক্ষা শুরু হয়েছে। তিনি জানান, স্বীকৃতিপ্রাপ্ত রাজনৈতিক দলগুলোর মনোনীত প্রতিনিধিদের উপস্থিতিতে ইভিএম মেশিনগুলো খুলে পরীক্ষা করা হবে।
মুখ্য নির্বাচন কমিশনার জানান, এ বার পিএফএলসিইউ (প্রি ফার্স্ট লেভেল চেকিং ইউনিট) নতুনভাবে যুক্ত করা হয়েছে। এটি ইভিএম, ভিভিপিএডি ইত্যাদি কাজ করছে কিনা তা পরীক্ষা করবে। এই পরীক্ষা চলাকালীন, সক্রিয় এবং কার্যকরী মেশিনগুলি ভোট দেওয়ার জন্য স্ট্রংরুমে রাখা হবে। আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যজুড়ে এই প্রক্রিয়া চলবে। ইতিমধ্যে গত ৩০ আগস্ট রাজ্যের স্বীকৃতিপ্রাপ্ত জাতীয় ও আঞ্চলিক দলগুলোর প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে মিলিত হয়ে নির্বাচনী প্রস্তুতি প্রসঙ্গে অবগত করে।
নির্বাচন কমিশনার গোয়েল ঘোষণা করেন, নাগরিকরা ১ ডিসেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত কমিশনের কাছে তাদের অভিযোগ-আপত্তি জানাতে পারবেন। নির্বাচনী এলাকা পুনঃনির্ধারণের সময়সূচি অনুযায়ী ২৬-২৭ অক্টোবরের মধ্যে সব ভোট কেন্দ্রের তালিকা প্রকাশ করা হবে। ১০ নভেম্বরে লোকসভা নির্বাচনের ভোট কেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে। আগামী ১ ডিসেম্বর থেকে ভোটাররা নতুন খসড়া অনুযায়ী ভোটার তালিকায় নাম পরিবর্তন, নাম কর্তন ইত্যাদি করতে পারবেন। নির্বাচনের তারিখ ঘোষণার পর এ প্রক্রিয়া বন্ধ হয়ে যাবে।
নির্বাচনী এলাকা পুনর্নির্ধারণের চূড়ান্ত খসড়া ইতিমধ্যে রাষ্ট্রপতি অনুমোদন করেছেন। কেন্দ্র পুনর্নির্ধারণের জন্য এ বার নির্বাচনী এলাকায় কিছু পরিবর্তন এসেছে। সিইও বলেন, এই প্রক্রিয়ায় ভোটারদের নির্বাচনী এলাকা পরিবর্তন হলেও ৮০ শতাংশ ভোটকেন্দ্র একই থাকবে।