Barak UpdatesAnalyticsBreaking News
লোকমঞ্চের ধামাইল উৎসব এবার বরাকভিত্তিক
ওয়ে টু বরাক, ১২ জুলাই : শুক্রবার শিলচর শহরের প্রাণকেন্দ্র প্রেমতলার জননী এপার্টমেন্টে সম্মিলিত লোকমঞ্চের এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় পৌরোহিত্য করেন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড. অনুপ কুমার রায়। এ দিনের সভায় বিগত ২৬ মে অনুষ্ঠিত আন্তর্জাতিক ধামাইল দিবস উদযাপন অনুষ্ঠান নিয়ে পর্যালোচনা সহ ধামাইল দিবস উদযাপন অনুষ্ঠানের আয় ব্যয়ের হিসাবের অনুমোদন প্রদান করা হয়। তাছাড়া আগন্তুক মাসিক লোককন্ঠ অনুষ্ঠান ও ধামাইল উৎসব আয়োজনের জন্য তারিখ নির্ধারণ করা হয়।
এদিন সম্মিলিত লোকমঞ্চের সভাপতি ড. অনুপ কুমার রায় জানান, সম্মিলিত লোকমঞ্চ পরিচালিত মাসিক লোককণ্ঠ অনুষ্ঠানটি আগামী ২৮ জুলাই শিলচর সংগীত বিদ্যালয়ে আয়োজনের ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। সেইসঙ্গে আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর ২০২৪ ইং ধামাইল উৎসব আয়োজনের জন্য সম্ভাব্য তারিখ নির্ধারণ করা হয়।
অনুপ বাবু জানান, এ বছর ধামাইল উৎসব বরাক উপত্যকা ভিত্তিক হবে এবং আমরা এব্যাপারে সিদ্ধান্ত গ্ৰহণ করেছি। কাছাড়, করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা থেকে ধামাইল শিল্পীরা এতে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, আগামী ১৫ আগস্ট স্বাধীনতা দিবসেও আমাদের সংস্থার তরফে অনুষ্ঠান করার পরিকল্পনা রয়েছে। এদিকে সংস্থার কোষাধ্যক্ষ শ্যামল কান্তি নাথ চাকরি সুত্রে ওডিশা ট্রান্সফার হওয়ায় তাঁর অবর্তমানে সংস্থার কাজ সুচারুরূপে পরিচালনার জন্য ঝিমলি নাথকে সহ কোষাধক্ষ্য হিসাবে দায়িত্ব অর্পণ করা হয়।
উল্লেখ্য, এ দিনের সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক ভাস্কর দাস, সাংস্কৃতিক সম্পাদক কানাইলাল দাস, সহ-সভাপতি সুপ্রদীপ দত্তরায় ও মঙ্গলা নাথ, প্রচার সম্পাদক কমলেশ দাশ, বরিষ্ঠ সদস্য দীপক নাথ, কিশোর দত্ত চৌধুরী, অঙ্কিতা ভট্টাচাৰ্য, গৌতম সিংহ, স্মৃতি দাস , ঝিমলি নাথ, সুমনা দাস, সপ্তমিতা নাথ, কল্যাণী দাম, জলি শুক্লবৈদ্য, প্রমেশ দাস, মনিমিতা গোস্বামী, মৌলি চক্রবর্তী প্রমুখ।