Barak UpdatesSportsBreaking News
রীতেন ভট্টাচার্যকে শিলচর ডিএসএ-র প্রথম ক্রীড়া সাংবাদিক সম্মাননা
ওয়েটুবরাক, ২ জুলাইঃ শিলচর জেলা ক্রীড়া সংস্থার প্রথম ক্রীড়া সাংবাদিক সম্মাননা পেলেন গতি দৈনিকের ক্রীড়া সম্পাদক রীতেন ভট্টাচার্য। আজ শুক্রবার সংস্থার তুলসীদাস বণিক সভাগৃহে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই সম্মাননা-স্মারক ও উপহার সামগ্রী তুলে দেন সভাপতি বাবুল হোড় ও সাধারণ সম্পাদক বিজেন্দ্র প্রসাদ সিংহ। বিশিষ্ট ব্যবসায়ী, ব্রাহ্মণবাড়িয়া মেডিক্যাল স্টোর্সের মালিক পার্থসারথি ঘোষ তুলে দেন পাঁচ হাজার টাকার ক্যাশ অ্যাওয়ার্ড।
সংবর্ধনা-সম্মাননার জবাবে রীতেনবাবু বলেন, “এই বিশেষ সম্মানের জন্য ব্যক্তিগতভাবে আমি আপ্লুত। এর চেয়ে বড় কথা, প্রতি বছর একজনকে সম্মাননা জানানোর যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, একজন ক্রীড়া সাংবাদিক হিসেবে এতে আমি অত্যন্ত আনন্দিত।” প্রসঙ্গত, রীতেন ভট্টাচার্য বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি। এই সময়েও তিনি সভাপতির দায়িত্ব পালন করে চলেছেন।
বাবুলবাবুর কথায়, রীতেন ভট্টাচার্য দীর্ঘদিন ধরে শিলচরের ক্রীড়াজগত এবং ক্রীড়া সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন। ডিএসএ-র নির্মাণকালেও যে তিনি নিয়মিত মাঠে যেতেন, নির্মাণকার্য দেখভাল করতেন, সে কথারও উল্লেখ করেন তিনি। বিজেন্দ্রপ্রসাদ সিংহ বলেন, ক্রীড়া সাংবাদিকদের লেখনী থেকে ক্রীড়া সংগঠকরা যেমন উতসাহিত বোধ করেন, তেমনি তাঁদের সমালোচনামূলক প্রতিবেদন থেকে শোধরে নেওয়ারও সুযোগ মেলে। তিনি জানান, গত বছর এমন আন্তর্জাতিক ক্রীড়া সাংবাদিক দিবসেই বার্ষিক ক্রীড়া সাংবাদিক সম্মাননার সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছিল। আগামী বছরগুলিতেও তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে আরেক ক্রীড়া সংগঠক অরিজিতকুমার গুপ্ত রীতেনবাবুকে ব্যক্তিগতভাবে উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন উৎপল দত্ত।