Barak UpdatesSportsBreaking News

রিতেন-রবিকে নেতৃত্বে রেখে বাকসের নতুন কমিটি

১৫ ফেব্রুয়ারি: বরাক উপত্যকা ক্রীড়া সাংবাদিক সংস্থার (বাকস) নতুন সভাপতি মনোনীত হয়েছেন বর্ষীয়ান সাংবাদিক রীতেন ভট্টাচার্য৷ সম্পাদকের দায়িত্ব নিয়েছেন রবি হাজাম৷

Rananuj

রবিবার জেলা ক্রীড়া সংস্থার ক্রিকেট প্যাভেলিয়নে বাকসের দ্বিবার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়৷ বিদায়ী সম্পাদক দ্বিজেন্দ্রলাল দাস সম্পাদকীয় প্রতিবেদন পেশ করেন৷ এর ওপর আলোচনার পর তা গৃহীত হয়৷ আয়ব্যয়ের হিসাবও বিনা বিতর্কে অনুমোদন লাভ করে৷ পরে পুরনো কমিটি ভেঙে নতুন কমিটি গঠনের কথা ঘোষণা হতেই উত্তেজনা বাড়তে থাকে৷ শেষপর্যন্ত অবশ্য ভোটাভুটি এড়িয়েই পূর্ণাঙ্গ কমিটি গঠন সম্ভব হয়েছে৷

তিন জেলার তিন সহসভাপতি হলেন রতন দেব (কাছাড়), অম্লান চক্রবর্তী  (করিমগঞ্জ), অমিতরঞ্জন দাস (হাইলাকান্দি)৷ তিনজন সহসম্পাদক অভিজিৎ ভট্টাচার্য (কাছাড়), অভিজিৎ পাল (করিমগঞ্জ), দীপঙ্কর দত্ত (হাইলাকান্দি)৷ বেদব্রত ব্যানার্জিকে দেওয়া হয়েছে কোষাধ্যক্ষের দায়িত্ব৷ মুখপাত্র সায়ন বিশ্বাস৷ শতানন্দ ভট্টাচার্যকে কেন্দ্রীয় পর্যবেক্ষক মনোনীত করা হয়েছে৷ কেন্দ্রীয় কমিটির নয়জন কার্যবাহী সদস্যের নামও সভায় স্থির হয়। তাঁরা হলেন সনু ভট্টাচার্য, দেবাশিস সোম, হিতব্রত ভট্টাচার্য, বিকাশ  দেব, অনির্বাণজ্যোতি গুপ্ত, দ্বিজেন্দ্রলাল দাস, রাহুল চক্রবর্তী, সঞ্জয় রায় ও তাজউদ্দিন।

নতুন কমিটি গঠন পর্বে রিটার্নিং অফিসারের দায়িত্ব পালন করেন উৎপল দত্ত।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker