India & World UpdatesBreaking News
রাষ্ট্রপতির সিলমোহর, আইন হয়ে গেল তিন তালাক বিল
১ আগস্ট : অবশেষে তিন তালাক বিলে সিলমোহর দিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। অর্থাত্ রাষ্ট্রপতির সম্মতি পাওয়ার সঙ্গে সঙ্গেই আইনে পরিণত হয়ে গেল সেই বিলটি। যার ফলে কোনও মুসলিম পুরুষ তাঁর স্ত্রীকে তাত্ক্ষণিক তিন তালাক দিলে সেই অভিযোগ প্রমাণিত হলে তাঁকে জেল খাটতে হবে। এই আইনে সর্বোচ্চ তিন বছরের সাজার নির্ধারণ করা হয়েছে। বিতর্কিত এই বিলটি নিয়ে বেশ কিছুদিন ধরেই সংসদ উত্তাল হয়েছে। প্রথমবার নরেন্দ্র মোদি সরকার ক্ষমতায় এসে তাত্ক্ষণিক তিন তালাক বিল লোকসভায় পাস করে। পরে রাজ্যসভাতেও পাশ হয়ে যায় সেই বিল। ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে তাৎক্ষণিক তিন তালাক। মঙ্গলবার রাজ্যসভায় এই বিলের পক্ষে ৯৯ ভোট পড়ে, বিপক্ষে পড়ে ৮৪টি৷
তিনবার পরপর তালাক বলে ডিভোর্স দেওয়ার রীতি মুসলিম ধর্মে রয়েছে। তাকেই এই বিলে শাস্তিযোগ্য অপরাধ বলে গণ্য করা হয়েছে। বিরোধীদের দাবি, একটি পার্লামেন্টারি কমিটি তৈরি করে বিরোধীদের নিয়ে আলোচনা করা দরকার ছিল। কেন এত তাড়াতাড়ি এই বিল পাস করানো হল, তা নিয়েও প্রশ্ন তোলেন বিরোধীরা।
দ্বিতীয়বার মোদী সরকার ক্ষমতায় আসার পর এটিই প্রথম বিল যা লোকসভায় পেশ করা হয়। এই বিলকে বারবার মুসলিম-বিরোধী বলে উল্লেখ করেন এআইএমআইএম সাংসদ আসাদুদ্দিন ওয়াইসি। রাজ্যসভাতে এই বিল পাশের পর ট্যুইট করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, সমগ্র দেশের জন্য আজ একটি ঐতিহাসিক দিন।