India & World Updates
রাফায়েলঃ গোপন রিপোর্ট দেখতে রাজি সুপ্রিম কোর্ট
এর আগে সিবিআই তদন্তের আর্জি নাকচ করে রাফায়েল ইস্যুতে কেন্দ্রকে ক্লিনচিট দিয়েছিল সুপ্রিম কোর্ট। এর পরই রাফাল যুদ্ধবিমান কেনা সংক্রান্ত প্রতিরক্ষা মন্ত্রকের গোপন নোট সংবাদমাধ্যমে ফাঁস হয়ে যায়। তাতে দেখা যায়, প্রতিরক্ষা মন্ত্রকের প্রতিনিধি দল যখন ফ্রান্সের সঙ্গে দর কষাকষি করছিল, সে সময়েই প্রধানমন্ত্রীর দফতর সমান্তরাল দর কষাকষি করেছিল। প্রতিরক্ষা মন্ত্রকের অফিসারেরা তাতে আপত্তি তুলেছিলেন। কিন্তু তা খারিজ হয়ে যায়। ওই নথি নিয়েই সুপ্রিম কোর্টের আগের দেওয়া রায় পুনর্বিবেচনার আর্জি জানিয়েছিলেন যশবন্ত সিনহা, অরুণ শৌরি, প্রশান্ত ভূষণরা। এ নিয়ে সরকার প্রথমে আদালতকে বলেছিল, মন্ত্রক থেকে ওই ফাইল চুরি গিয়েছে। পরে জানায়, চুরি নয়, বেআইনি ভাবে ওই নথি ফোটোকপি করে নেওয়া হয়েছে। তাই আদালত তার ভিত্তিতে সিদ্ধান্ত নিতে পারে না।
এ বার আবেদনকারীরা যুক্তি দেখান, যে নথি ইতিমধ্যে প্রকাশ্যে চলে এসেছে, তা আবার কীসের গোপন নথি! তাঁদের বক্তব্য মেনে নিয়েছে শীর্ষ আদালত।