NE UpdatesBarak UpdatesAnalyticsBreaking News
১৬ আগস্ট থেকে খুলবে আন্তঃজেলা যাতায়াত, ইঙ্গিত মুখ্যমন্ত্রীর
১০ আগস্ট : করোনা ভাইরাস সংক্রমণে রাজ্যে বন্ধ হয়ে থাকা আন্তঃজেলা যাতায়াত আগামী ১৬ আগস্ট থেকে খুলে দেওয়া হতে পারে। মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা মঙ্গলবার এই ইঙ্গিত দিয়েছেন। এ দিন মুখ্যমন্ত্রী সাংবাদিক বৈঠকে কোভিড প্রোটোকল সংক্রান্ত বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ মন্তব্য করেন।
তিনি বলেন, ১৫ আগস্টের পর সন্ধ্যা ছয়টা পর্যন্ত দোকানপাট খুলে রাখার চেষ্টা করা হবে। এরপরই রাজ্যে আন্তঃজেলা যাতায়াতের ছাড়পত্র দেওয়া হবে। আন্তঃজেলা যাতায়াত খুলে দেওয়ার ক্ষেত্রে কয়েকটি শর্ত থাকবে বলেও এ দিন মুখ্যমন্ত্রী উল্লেখ করেছেন। তিনি বলেন, খুব সম্ভবত জোড় ও বিজোড় পদ্ধতিতে যানবাহন চলাচলের অনুমতি দেওয়া হবে। ফলে ১৬ ও ১৭ আগস্ট থেকে আন্তঃজেলা যাতায়াত খোলার সম্ভাবনা রয়েছে।
প্রসঙ্গত, আজ থেকেই রাজ্যে নতুন এসওপি চালু হয়েছে। সোমবার রাজ্য সরকারের জারি করা নতুন নির্দেশনা অনুযায়ী বিকেল পাঁচটা পর্যন্ত দোকানপাট খোলা রাখার অনুমতি দেওয়া হয়েছে। এরপর সন্ধ্যা ছয়টা থেকে পরদিন ভোর পাঁচটা পর্যন্ত কারফিউ বলবৎ থাকবে। অবশ্য পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আন্তঃজেলা যাতায়াত বন্ধ থাকবে বলেও এসওপিতে উল্লেখ করা হয়েছে।