NE UpdatesAnalyticsBreaking News
রাজ্যে হ্রাস পেয়েছে অপরাধের সংখ্যা, তথ্য দিয়ে জানালেন মুখ্যমন্ত্রী
গুয়াহাটি, ৬ ডিসেম্বর : নিজের দু বছরের শাসনকালে রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে সন্তুষ্ট মুখ্যমন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী বলেন, আরও অনেক দূর এগিয়ে যেতে হবে। বুধবার দিসপুরের লোকসভা ভবনে এক সাংবাদিক বৈঠকে এনসিআরবির তথ্য বিশ্লেষণ করে বিগত বছরের রাজ্যের আইন-শৃঙ্খলা পরিস্থিতির খতিয়ান তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
রাজ্যে হ্রাস পেয়েছে অপরাধের সংখ্যা। অপরাধের ক্ষেত্রে জাতীয় পর্যায়ে তালিকার নবম স্থান থেকে ২০ তম স্থানে নেমে এসেছে অসম। মহিলার বিরুদ্ধে অপরাধের ক্ষেত্রে রাজ্য প্রথম থেকে সপ্তম স্থানে নেমে এসেছে। এনসিআরবির প্রতিবেদনে প্রকাশিত এই তথ্য সাংবাদিক বৈঠকে তুলে ধরে মুখ্যমন্ত্রী বলেন, এনসিআরবি গত ৪ ডিসেম্বর ২০২২ সালের দেশের অপরাধজনিত তথ্য আগের বছরের সঙ্গে তুলনা করে প্রকাশ করে। সে অনুযায়ী অসম যথেষ্ট এগিয়ে চলেছে।
চলতি মাসের ৪ ডিসেম্বর এন সি আর বির প্রকাশিত তথ্য অনুযায়ী ২০২০ সালে রাজ্যে সর্বমোট ১ লক্ষ ২১ হাজার ৬০৯ টি অপরাধের মামলা দায়ের করা হয়। ২০২১ সালে ১ লক্ষ ৩৩ হাজার ২৩৯টি মামলা দায়ের হয়েছিল। এর বিপরীতে ২০২২ সালে ৬৮ হাজার ৯৩৭টি মামলা নথিভুক্ত হয়। উল্লেখ্য আসাম সরকারের যোগান দেওয়া তথ্য অনুযায়ী ২০২৩ সালে ৫৬ হাজার ২০২টি মামলা দায়ের করা হয়েছে। অর্থাৎ এনসিআরবির তথ্য অনুযায়ী ২১ সালের তুলনায় ২২ সালে আসামে মামলার সংখ্যা ৫০ শতাংশ হ্রাস পেয়েছে। সে অনুযায়ী আসামে হ্রাস পেয়েছে গুরুতর অপরাধের সংখ্যাও। এর জন্য অসম পুলিশের ভূমিকার প্রশংসা করেন মুখ্যমন্ত্রী।