India & World UpdatesBreaking News
রাজ্যসভা নির্বাচনের জন্য আবেদন করেছেন বহু নেতা : রঞ্জিতMany political leaders are applying for Rajya Sabha: Ranjit Das
২০ মে : লোকসভা নির্বাচনে টিকিট বঞ্চিত রাজ্য বিজেপির অনেক নেতাই রাজ্যসভার নির্বাচনের মাধ্যমে জাতীয় রাজনীতিতে অংশ নেওয়ার জন্য দলের কাছে আবেদন জানিয়েছেন। প্রদেশ বিজেপি সভাপতি রঞ্জিত দাস এ তথ্য তুলে ধরেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ বিজেপি সভাপতি বলেছেন, ইতিমধ্যেই অনেকে আবেদন করেছেন।
প্রসঙ্গত, অসমের শূন্য হওয়া রাজ্যসভার দুটি আসনে আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও শান্তিয়াস কুজুরের কার্যকাল আগামী ১৪ জুন শেষ হচ্ছে। আসাম বিধানসভায় সংখ্যাগরিষ্ঠতা থাকায় বিজেপির পক্ষে দুটি আসনেই নিজের প্রার্থী জয়ী করে আনার পূর্ণ সুযোগ রয়েছে। দলীয় প্রার্থী হিসেবে ইতিমধ্যে আবেদন করেছেন সর্বভারতীয় সম্পাদক তথা সাংসদ রমেন ডেকা, রেল প্রতিমন্ত্রী রাজেন গোঁহাই, গুয়াহাটির সাংসদ বিজয়া চক্রবর্তী, যোরহাটের সাংসদ কামাখ্যা প্রসাদ তাসা, বিজেপির রাজ্য উপ-সভাপতি বিজয়গুপ্তা, বরিষ্ঠ নেতা দেবব্রত বরকটকি প্রমুখ।
নির্বাচন কমিশন জানিয়েছে, দুটি আসনে নির্বাচনের জন্য আগামী ২১ মে অধিসূচনা জারি করা হবে। ২৮ মে হবে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এরপর হবে মনোনয়নপত্র পরীক্ষা এবং ৩১ মে থাকবে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। অন্যদিকে বিজেপির শরিক দল অগপকে আসন ছেড়ে দেওয়ার কথা এ দিন অস্বীকার করেছেন প্রদেশ সভাপতি।