India & World UpdatesBreaking News

রাজ্যসভায় প্রার্থী দেবে ইউডিএফ, কংগ্রেস-অগপর সমর্থন চান আজমল

১৪ মে : আসামের দুটি রাজ্যসভা আসনের নির্বাচনে এ বার প্রার্থী দেবে এআইইউডিএফ। এজন্য অগপ ও কংগ্রেসের সমর্থন চাইছেন দলের সুপ্রিমো বদরুদ্দিন আজমল। আগে অগপ ও কংগ্রেস প্রার্থীকে বিজয়ী করার ক্ষেত্রে এআইইউডিএফ সহায়তা করেছে মনে করিয়ে দিয়ে আজমল দুটি দলের সমর্থন চেয়েছেন।

এ দিকে এআইইউডিএফ সুপ্রিমো বলেন, তাঁর দল বিগত সময়ে রাজ্যসভা নির্বাচনে বিশেষ ভূমিকা পালন করে। দলের বিধায়করা আসামের স্বার্থে থাকা ধর্ম নিরপেক্ষ ব্যক্তির সমর্থনে ভোট দিয়েছেন। অসম গণ পরিষদ দলের আগের দুই সাংসদ কুমার দীপক দাস ও বীরেন্দ্র প্রসাদ বৈশ্যকে দলের অনুরোধে এআইইউডিএফ ভোটদান করে বিজয়ী হতে সাহায্য করে। অন্যদিকে রাষ্ট্রপতি নির্বাচনের সময় কংগ্রেস দলের প্রার্থী প্রতিভা দেবী সিং পাতিল ও প্রণব মুখার্জিকে বিনাশর্তে ভোট দেওয়ার পাশাপাশি উপ-রাষ্ট্রপতি হামিদ আনসারি ও লোকসভার অধ্যক্ষ মীরা কুমারকে এআইইউডিএফের ভোট দেওয়ার কথা উল্লেখ করেন আজমল।

কংগ্রেস ও অগপ-র অনুরোধে যেহেতু এআইইউডিএফ বিনাশর্তে তাদের প্রার্থীকে ভোট দিয়েছে, সেজন্য এ বার এআইইউডিএফ রাজ্যসভায় প্রার্থী প্রদানের বিষয়টি নিয়ে চিন্তা-চর্চা অব্যাহত রাখার কথা উল্লেখ করে আজমল তাঁর দলকে রাজ্যসভায় জয়ী করার জন্য কংগ্রেস ও অগপ-র সমর্থন আশা করেন। প্রসঙ্গত, আগামী জুন মাসে প্রাক্তন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং ও কংগ্রেস নেত্রী শান্তিয়াস কুজুরের কার্যকাল শেষ হওয়ার পর রাজ্যসভার দুটি আসনই খালি হবে। বিধানসভায় বিরোধী দল কংগ্রেস ও এআইইউডিএফ মিলেও একজন প্রার্থীকে রাজ্যসভায় নির্বাচিত করা কঠিন মনে করে ইউডিএফ এ বার নিজেই প্রার্থী দেওয়ার কথা চিন্তা করে নির্বাচনে কংগ্রেস ও অগপ-র সমর্থন আশা করেছে।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker