India & World UpdatesAnalyticsBreaking News
রাজ্যগুলোকে পণ্যবাহী লরির অবাধ চলাচল সুনিশ্চিত করতে বলল কেন্দ্র
১ মে : পণ্যবাহী ট্রাক ও অন্য মালবাহী গাড়িগুলোকে অবাধে চলাচল করার বিষয়টি সুনিশ্চিত করতে কেন্দ্র সরকার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে নির্দেশ দিয়েছে। এমনকি খালি ট্রাকগুলোর চলাচলে যাতে অসুবিধে না হয়, তাও খেয়াল রাখতে বলেছে কেন্দ্র। অভিযোগ উঠেছে যে, দেশের আন্তঃ রাজ্য সীমান্তগুলোতে ট্রাকগুলো সহজে চলাচল করতে পারছে না। এমনকি স্থানীয় প্রশাসন ট্রাক চলাচলের ক্ষেত্রে আলাদা পাস ইস্যু করছে।
এ ব্যাপারে স্বরাষ্ট্র মন্ত্রক রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে বলেছে, লকডাউন সংক্রান্ত সংশোধিত গাইডলাইন অনুযায়ী পণ্যবাহী ট্রাক ও কেরিয়ার এবং খালি ট্রাকগুলোর জন্য কোনও আলাদা পাসের প্রয়োজন নেই।
এর পাশাপাশি এক এডভাইসারিতে কেন্দ্র বলেছে, লকডাউনের সময় সারা দেশে নিত্য প্রয়োজনীয় সামগ্রীর জোগানের জন্য এগুলোর মুক্তভাবে চলাচল করার সুবিধা দিতে হবে। উল্লেখ্য, কয়েকটি স্থান থেকে পণ্যবাহী কেরিয়ার গুলো চলাচলের ক্ষেত্রে অভিযোগ আসে। আসাম পশ্চিমবঙ্গ সীমান্তের ছাগলিয়া উত্তর পূর্বের বিভিন্ন রাজ্যে ঢোকার অপেক্ষায় কয়েকশ ট্রাক আটকে রয়েছে।