CultureBreaking News
রাজীব ভবনে নৃত্যকলা ভারতীর অনুষ্ঠান ২৯ ডিসেম্বর
২৬ ডিসেম্বর : শিলচরের নামডাক নাচের স্কুল গৌড়ীয় নৃত্যকলা ভারতী ২৯ ডিসেম্বর তাদের বার্ষিক নৃত্যোৎসবের আয়োজন করেছে। তবে এই অনুষ্ঠানটি করার উদোগ নিয়েছে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন যুক্ত। এ দিন রাজীব ভবনে সন্ধ্যে ৫টা ১৫ মিনিটে অনুষ্ঠান শুরু হবে। বুধবার শিলচরে এক সাংবাদিক বৈঠক করে এই অনুষ্ঠানের কথা জানালেন সংস্থার কর্মকর্তারা।
গৌড়ীয় নৃত্যকলা ভারতীর অধ্যক্ষ সত্যজিত বসু বলেন, এ বছর দুদিনের অনুষ্ঠান হাতে নিয়েছেন তাঁরা। প্রথম দিন রাজীব ভবনে গৌড়ীয় আঙ্গিকে বিভিন্ন নৃত্যের অনুষ্ঠানের পর বিশেষ স্কর্ষণ হিসেবে থাকবে সত্যজিত বসুর নির্দেশনায় একটি ব্যালে ‘বাঁশির সুরে মাদল বাজে’। থাকবে গুরু ড. মহুয়া মুখোপাধ্যায়কে নৃত্যের মাধ্যমে শ্রদ্ধার্ঘ। তাছাড়া মহুয়া মুখোপাধ্যায়ের একটি বিশেষ অনুষ্ঠানও থাকবে। তিনি আরও জানান, দ্বিতীয় দিন অর্থাৎ ৩০ ডিসেম্বর শহরের ইলোরা হেরিটেজ হলে প্রথমবারের মতো নৃত্য বিষয়ক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। এর বিষয় রাখা হয়েছে, ‘ভারতীয় নৃত্যের বহুমাত্রিক পাঠ ও সমকালীন প্রেক্ষিত’।
নৃত্যকলা ভারতীর সভাপতি স্বর্ণালী চৌধুরী জানান, এই সেমিনারটি আয়োজনে গুরুচরণ কলেজের ইংরেজির অধ্যাপক ড. অর্জুন চৌধুরী বিশেষ আগ্রহ দেখিয়েছেন। তাঁর ইচ্ছেতেই এই সেমিনারটি হচ্ছে। সংস্থার সম্পাদক জয়দীপ চক্রবর্তী বলেছেন, প্রথম দিন রাজীব ভবনে তাদের অনুষ্ঠানের উদ্বোধন করবেন কাছাড়ের জেলাশাসক ডাঃ এস লক্ষণন। এই পর্বে যুক্ত ফাউন্ডেশনের কর্ণধার সুবিমল ভট্টাচার্যও উপস্থিত থাকবেন।