Barak UpdatesBreaking News
রবিবার ছন্দনীড়ের হেমন্ত সন্ধ্যায় গাইবেন সাগ্নিক সেন
১ জুন : কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়কে তাঁর জন্ম শতবর্ষে গানে গানে শ্রদ্ধা জানাচ্ছে শিলচরের সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা ছন্দনীড়। ২ জুন, রবিবার সন্ধ্যা ছয়টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে গান গাইবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন হেমন্ত কণ্ঠী শিল্পী সাগ্নিক সেন। তাঁর সঙ্গেই কলকাতা থেকে আসছেন আরেক শিল্পী অনুভা সেন। এর পাশাপাশি বিশিষ্ট নৃত্যশিল্পী সংযুক্তা চৌধুরী এ দিন নৃত্য উপহার দেবেন।
ছন্দনীড় পুরো অনুষ্ঠানকে দুটি পর্বে ভাগ করেছে। প্রথম পর্বে থাকবে স্থানীয় শিল্পীদের কিছু মনমাতানো অনুষ্ঠান এবং দ্বিতীয় পর্বে আমন্ত্রিত শিল্পীদের পরিবেশনা। এ ছাড়াও উদ্বোধনী পর্বকে এক ব্যতিক্রমী আঙ্গিকে সাজিয়েছে ছন্দনীড়। প্রসঙ্গত, প্রতিবছর বার্ষিক এই অনুষ্ঠানকে ব্যতিক্রমী হিসেবে উপহার দিয়ে আসছে ছন্দনীড়। সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি সামাজিক বিভিন্ন কাজেও সংস্থাটি গত কয়েক বছর থেকে নিজেকে যুক্ত করে রেখেছে। বিশেষ করে যেসব শিল্পীরা প্রচারের বৃত্তের বাইরে রয়েছেন, তাদের খুঁজে বের করে মঞ্চে তুলে ধরাই এই সংস্থার মুখ্য উদ্দেশ্য। সেই লক্ষ্যেই কাজ করে যাচ্ছে ছন্দনীড়।