Barak UpdatesBreaking News
রজতজয়ন্তী বর্ষে দেশবন্ধু রোডের পুজো
১৫ অক্টোবর : শিলচরের দেশবন্ধু রোড সর্বজনীন দুর্গাপূজা কমিটি এ বছর ২৫ বছরে পা দিয়েছে। পুজো কমিটি নানা অনুষ্ঠানে মহালয়ার দিন থেকেই রজতজয়ন্তী বর্ষ উদযাপন শুরু করেছে। মহালয়ার সকালে এক শোভাযাত্রা শহরের প্রধান প্রধান রাস্তা পরিক্রমা করে। পুজোর মূল মণ্ডপের উদ্বোধন হয় পঞ্চমীর সন্ধ্যায়। মণ্ডপ উদ্বোধন করেন শিলচর রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী স্বামী গুণাতীতানন্দজি মহারাজ।
মণ্ডপ চত্বরে উদ্বোধন উপলক্ষে শনিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে মহারাজজি ছাড়াও উপস্থিত ছিলেন বিধায়ক দিলীপ কুমার পাল। ছিলেন ১১ নম্বর ওয়ার্ডের পুর কমিশনার মিত্রা রায়, আসাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন সিডিসি ড. বিভাস দেব, বিশিষ্ট চিকিৎসক ডাঃ চিন্ময় চৌধুরী, সমাজসেবী তথা ব্যবসায়ী পবন আগরওয়াল প্রমুখ। প্রত্যেক বক্তাই দেশবন্ধু রোডের দীর্ঘ ২৫ যাত্রাপথের বিভিন্ন ঘটনা তুলে ধরেন। এক সময় যারা এই পুজোর সূচনা করেছিলেন কিন্তু বর্তমানে এই পৃথিবী ছেড়ে চলে গেছেন, তাদের বিভিন্ন অবদানের কথা বক্তারা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন। বিধায়ক পুজো কমিটির বিভিন্ন কর্মকাণ্ডের প্রশংসা করেন। এ দিন পুজো কমিটির পক্ষ থেকে একটি স্মরণিকা উন্মোচন করেন মহারাজজি। সভাপতি নন্দন চৌধুরী বলেন, রজত জয়ন্তী উপলক্ষে যে স্মরণিকাটি উন্মোচন করা হয়েছে তাতে প্রয়াত সদস্যদের স্মরণ করা হয়েছে।
শুরুতে অতিথিদের বরণ করেন পুজো কমিটির সদস্যরা। অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এ দিন বিভিন্ন ক্ষেত্রে প্রতিভাসম্পন্ন কয়েকজনকে সংবর্ধনাও দেয় পুজো কমিটি। এদের মধ্যে রয়েছেন অন্ধ গায়ক শ্রীহরি রায়, বিশিষ্ট শিক্ষিকা সুমিত্রা দত্ত, বেসরকারিভাবে কাজ করা ট্রাফিকের কর্মী সত্যব্রত ভট্টাচার্য, উচ্চমাধ্যমিকের মেধা তালিকায় স্থান পাওয়া কৃতী ছাত্র সায়ন পাল, সাংবাদিক দেবাশিস পুরকায়স্থ, গুরুপদ সেন, অভিষেক ঠাকুরিয়া প্রমুখ।
পুজো কমিটির পক্ষ থেকে এ দিন দু’জন সাফাই কর্মীকেও সংবর্ধনা দেওয়া হয়। এরা হলেন নুরুল বড়ভূঁইয়া ও সুবোধ দাস। এলাকাকে সাফসুতরো রাখতে এদের ভূমিকার কথাও বিশেষভাবে উল্লেখ করা হয়। পরে ছিল এক সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে নৃত্যসাধনা ক্রিয়েটিভ সেন্টারের শিল্পীরা কয়েকটি নৃত্য পরিবেশন করেন। শিশুশিল্পীদের অংশগ্রহণই ছিল বেশি। তাদের পারফরমেন্স দেখতে প্রচুর সংখ্যায় অভিভাবকরা উপস্থিত ছিলেন।
এ দিকে, পুজো কমিটির অন্যতম সম্পাদক মামন শর্মা বলেন, প্রতি বছরই দেশবন্ধু রোডের পুজোয় প্রতিমার ওপর তারা বিশেষ জোর দেন। বিগত দিনে বিভিন্ন প্রতিযোগিতায় তাদের প্রতিমা সেরা স্থানটি অধিকার করেছে।