India & World UpdatesBreaking News
যৌন নিগ্রহের অভিযোগ, ত্রিপুরার ৫ ওএনজিসি কর্মী বাধ্যতামূলক ছুটিতে
১৪ নভেম্বর : ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানির ৫ আধিকারিককে যৌন নিগ্রহের অভিযোগে জোর করে ছুটিতে পাঠানো হয়েছে। বুধবার পুলিশ সূত্রে এ খবর জানা গেছে। দক্ষিণ ত্রিপুরার গোমতী জেলার অতিরিক্ত পুলিশ সুপার সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘পুলিশ বর্তমানে ওএনজিসি ত্রিপুরা পাওয়ার কোম্পানির ৫ আধিকারিকের বিরুদ্ধে তদন্ত শুরু করেছে। এদের মধ্যে একজন কোম্পানির ভাইস প্রেসিডেন্টও রয়েছেন। এদের বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ রয়েছে।’
তিনি বলেন, ‘আমরা অভিযুক্ত ওই ৫ আধিকারিককে ত্রিপুরার ছেড়ে কোথাও না যেতে বলেছি। যতদিন না তদন্ত প্রক্রিয়া শেষ হয়, তাদের কোম্পানির কার্যালয় চত্বরে ঢুকতেও বারণ করা হয়েছে।’
তিনি আরও জানান, ২০১৬ সালে চাকরি ছেড়ে যাওয়া কোম্পানির এক মহিলা আধিকারিক তাদের বিরুদ্ধে পুলিশের কাছে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেছেন। এই পাঁচ জনের মধ্যে আবার চার জনই ইঞ্জিনিয়ার।
কোম্পানির এক আধিকারিক জানান, এই পাঁচ অভিযুক্ত আধিকারিককে বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে, যতদিন পর্যন্ত তদন্ত শেষ না হয়। তিনি এও জানান, একজন এই অভিযোগের তদন্ত করার জন্য এক মহিলা আধিকারিকের নেতৃত্বে ৫ সদস্যের একটি কমিটিও গঠন করা হয়েছে। প্রসঙ্গত, ওএনজিসি-র অধীনে এই কোম্পানি ত্রিপুরায় স্থাপন করা একটি তাপ বিদ্যুৎ প্রকল্প।