NE UpdatesAnalyticsBreaking News
যোরহাট ও দিল্লির মধ্যে শুরু হচ্ছে বিমান সেবা
গুয়াহাটি, ২৭ জুলাই : যোরহাট ও তার পার্শ্ববর্তী জেলার বিমান যাত্রীদের জন্য সুখবর। যোরহাট ও দিল্লির মধ্যে পুনরায় শুরু হচ্ছে বিমান পরিষেবা। এ পর্যন্ত যোরহাট ও দিল্লির মধ্যে কোনও বিমান পরিষেবা ছিল না। উল্লেখ্য, এ বিষয়টি নিয়ে যোরহাটের সাংসদ তথা কংগ্রেস নেতা গৌরব গগৈ গত ১ জুলাই কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহন মন্ত্রী রামমোহন নাইডুর সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে সাক্ষাতের সময় সাংসদ মন্ত্রীকে খুব শীঘ্রই যোরহাট ও দিল্লির মধ্যে বিমান পরিষেবা চালু করার অনুরোধ জানান।
এর আগে সাংসদ গৌরব গগৈ লিখিতভাবে জানিয়েছিলেন, যোরহাট ও দিল্লির মধ্যে বিমানসেবা চালু হলে এ অঞ্চলের মানুষের দিল্লি ভ্রমণের ক্ষেত্রে অতিরিক্ত সময় নষ্ট হবে না। এর পাশাপাশি বিমান টিকিটের জন্য যাত্রীদের অত্যধিক ভাড়া দিতে হয়। কিন্তু সরাসরি বিমান পরিষেবা চালু হলে যাত্রীদের অর্থও সাশ্রয় হবে এবং শিক্ষার্থী, রোগী, ব্যবসায়ী ও পর্যটকরা বিশেষ লাভবান হবেন। সেজন্য মন্ত্রীকে বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করার জন্য সংসদ গগৈ বিশেষভাবে অনুরোধ জানিয়েছিলেন।
সংসদের এই চিঠির প্রেক্ষিতে অসামরিক বিমান পরিবহন মন্ত্রী নাইডু আগামী অক্টোবর মাস থেকে যোরহাট ও দিল্লির মধ্যে স্পাইসজেট বিমান পরিষেবা চালু করা হবে বলে এক চিঠিতে আশ্বাস দেন। উল্লেখ্য, এর আগে কংগ্রেস নেতা গৌরব গগৈ অসমের ৩৭নং জাতীয় সড়ক শীঘ্রই সংস্কারের দাবি জানিয়ে কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গাড়কারির সঙ্গে দেখা করেছিলেন।