Barak UpdatesBreaking News

মোদির সভায় গিয়ে বিক্ষোভ দেখাবেন কাগজকল কর্মীরা
Paper Mill employees to demonstrate in PM Modi’s meeting

৩০ ডিসেম্বরঃ আগামী ৪ জানুয়ারি শিলচরে অনুষ্ঠেয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জনসভায় গিয়ে বিক্ষোভ দেখানোর সিদ্ধান্ত নিয়েছেন কাছাড় পেপার মিলের শ্রমিক-কর্মচারীরা। তাতে সামিল হবেন তাদের পরিবারের সদস্যরাও। কোনও রাখঢাক বা কূটকৌশল নয়, সোজাসুজি তাঁরা সাংবাদিকদের জানিয়ে দিয়েছেন, ৪ জানুয়ারি তাঁরা তারাপুরে জমায়েত হবেন। সেখান থেকে মিছিল করে সোজা রওয়ানা হবেন জনসভার উদ্দেশে।

কিন্তু পুলিশ কি এই মিছিলকে যেতে দেবে? কাগজ কলের কর্মচারী নেতা আজিজুর রহমান বড়ভুইয়া জানান, যেখানে পুলিশ বাধা দেবে, সেখানেই তাঁরা বসে পড়বেন। ধরনা দেবেন। প্রতিবাদের মাধ্যমেই প্রধানমন্ত্রীর কানে তাঁদের কথা পৌঁছনো যাবে বলে তাঁরা বিশ্বাস করেন।

তাঁরা বলেন, ২০১৬ সালের ২৭ মার্চ মোদি রামনগরের নির্বাচনী জনসভায় মিল খোলার আশ্বাস দিয়েছিলেন। কিন্তু তিনবছর পরেও তাঁর আ্শ্বাস বাস্তবায়িত হয়নি। বরং মিল বন্ধ থাকায় ২৪ মাস ধরে বেতন আটকে রাখা হয়েছে। দফায় দফায় আম্দোলন করেও লাভ হয়নি। ২২ নভেম্বর বরাক উপত্যকায় বনধ পালিত হয়। মানব-শৃঙ্খল, জাতীয় সড়ক অবরোধের মত ঘটনাও সংঘটিত করা হয়। তাই তাঁরা এ বার সভাস্থলের দিকে রওয়ানা হবার সিদ্ধান্ত নিয়েছেন। তাতে তিন জেলার মানুষ পাশে রয়েছে বলে বিশ্বাস তাঁদের।


English text here

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker