Barak UpdatesBreaking News
মেধা পরীক্ষায় উত্তীর্ণদের পুরস্কার ১৬ জুন
১ জুনঃ ইলিমেণ্টারি টেট কোয়ালিফাইড টিচার্স অ্যাসোসিয়েশন এ বারও কাছাড় জেলায় ৩৩ টি কেন্দ্রে মেধা পরীক্ষা অনুষ্ঠিত করে। সরকারি বিদ্যালয়ের মোট ৩ হাজার ৭০০ জন পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রী এই পরীক্ষায় বসে। এর মধ্যে ২৪৬ জন উত্তীর্ণ হয়। প্রথম স্থান অধিকার করে কাটিগড়ার ৫৯৬ নং গোবর্ধন উরাং এল. পি স্কুলের পৌলমিতা দাস।
আগামী ১৬ জুন শিলচর জেলা গ্রন্থাগারে পৌলমিতা সহ সকল মেধাবী ছাত্র-ছাত্রীদের পুরস্কৃত করা হবে। এ উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়েছে। উত্তীর্ণ ছাত্রছাত্রীদের তাদের শিক্ষক ও মা-বাবাদের সঙ্গে নিয়ে ১৬ জুন জেলা গ্রন্থাগার থেকে তাদের পুরস্কার গ্রহণের জন্য অ্যাসোসিয়েশনের তরফ থেকে অনুরোধ করা হয়েছে।
উল্লেখ্য, এ বার এই মেধা পরীক্ষা আয়োজনে অল কাছাড় টেট কোয়ালিফাইড টিচার্স কো-অর্ডিনেশন কমিটিও সহযোগিতার হাত বাড়িয়ে দেয়।