NE UpdatesAnalyticsBreaking News
মেধা তালিকা ছাড়াই উচ্চ মাধ্যমিকের ফলাফল প্রকাশ অসমে
গুয়াহাটি, ৯ মে ঃ বৃহস্পতিবার সকাল ৯টায় ২০২৪ সালের উচ্চ মাধ্যমিক চূড়ান্ত বর্ষের ফলাফল ঘোষণা করল আসাম উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। তবে এ বার মেধা তালিকায় শীর্ষস্থানে থাকা কোনও পড়ুয়ার নাম ঘোষণা করা হয়নি। উচ্চ মাধ্যমিকের তিনটি শাখার ফলাফলই ঘোষণা করা হয়েছে। ফলাফল ১০ মে-র মধ্যে প্রকাশ করার সম্ভাবনা ছিল। এর মধ্যে বুধবার টুইট করে ফলাফলের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী রণোজ পেগু। পরীক্ষা ১২ ফেব্রুয়ারি থেকে ১৩ মার্চ পর্যন্ত অনুষ্ঠিত হয়েছিল। একনজরে দেখে নিই—
** কলা শাখা **
উত্তীর্ণের হার : ৮৮.২৪ শতাংশ
মোট পরীক্ষার্থী : ২,০১,০৮৯
উত্তীর্ণ পরীক্ষার্থী : ১,৭৭,৪৩৪
প্রথম বিভাগে : ৪১,১৩৩
দ্বিতীয় বিভাগে : ৬৬,৪০৮
তৃতীয় বিভাগে : ৬৯,৮৯০
রাজ্যে উত্তীর্ণের হারে শীর্ষে বাক্সা জেলা, হার : ৯৭.৪৪ শতাংশ
উত্তীর্ণের হারে দ্বিতীয় নলবাড়ি, হার : ৯৭.০৩ শতাংশ
উত্তীর্ণের হারে তৃতীয় দরং, হার : ৯৬.৯৫ শতাংশ
** বিজ্ঞান শাখা **
উত্তীর্ণের হার : ৯০.২৯ শতাংশ
মোট পরীক্ষার্থী : ৫৪,৫৫২
উত্তীর্ণ পরীক্ষার্থী : ৪৯,২৫৬
প্রথম বিভাগে : ২৫,৪৩৭
দ্বিতীয় বিভাগে : ১৮,২০১
তৃতীয় বিভাগে : ৫,৫৪৯
রাজ্যে উত্তীর্ণের হারে শীর্ষে তামুলপুর, হার : ৯৭.৯৮ শতাংশ
উত্তীর্ণের হারে দ্বিতীয় শিবসাগর, হার : ৯৭.৬০ শতাংশ
উত্তীর্ণের হারে তৃতীয় বাক্সা, হার : ৯৫.৮৬ শতাংশ
** বাণিজ্য শাখা **
উত্তীর্ণের হার : ৮৮.২৮ শতাংশ
মোট পরীক্ষার্থী : ১৭,৩৯৫
উত্তীর্ণ পরীক্ষার্থী : ১৫,৩৫৬
প্রথম বিভাগে : ৬,১৯২
দ্বিতীয় বিভাগে : ৬,০৫২
তৃতীয় বিভাগে : ৩,১১২
রাজ্যে উত্তীর্ণের হারে শীর্ষে শিবসাগর জেলা, হার : ৯৭.৪২ শতাংশ
উত্তীর্ণের হারে দ্বিতীয় বজালি, হার : ৯৬.৯১ শতাংশ
উত্তীর্ণের হারে তৃতীয় বাক্সা জেলা, হার : ৯৫.৮৮ শতাংশ