NE UpdatesAnalyticsBreaking News
মেট্রিকের চূড়ান্ত পরীক্ষায় বিবেচিত হবে দশম শ্রেণির হাফ ইয়ার্লির নম্বর, বিজ্ঞপ্তি সেবার
৩ নভেম্বর : মাধ্যমিকের ফাইনাল পরীক্ষায় এ বার দশম শ্রেণির হাফ ইয়ার্লি পরীক্ষার প্রাপ্ত নম্বর বিবেচিত হবে। অসম মাধ্যমিক শিক্ষা পর্ষদ অর্থাৎ সেবা এ মর্মে রাজ্যের সব স্কুলগুলোকে এক নোটিশ পাঠিয়েছে।
হাফ ইয়ার্লি পরীক্ষার নম্বর বিবেচনার জন্য সেবা এ সংক্রান্ত একটি পোর্টালও চালু করেছে। স্কুলগুলোকে বলা হয়েছে, এই পোর্টালে পড়ুয়াদের হাফ ইয়ার্লি পরীক্ষার প্রাপ্ত নম্বর জমা দিতে হবে। আর এটিকে সেবার পক্ষ থেকে বাধ্যতামূলক বলে উল্লেখ করা হয়েছে। এই পোর্টালটি গত ১ নভেম্বর থেকে চালু করা হয়েছে। আর এটি খোলা থাকবে আগামী ২ ডিসেম্বর পর্যন্ত। এই সময়ের মধ্যে নম্বরগুলো পোর্টালে আপলোড করতে হবে। এমনকি সেবার পক্ষ থেকে আরও বলা হয়েছে, কোনও পড়ুয়া যদি গত অক্টোবরের হাফ ইয়ার্লি পরীক্ষায় না বসে থাকে, তাহলে তার নম্বর স্বাভাবিকভাবেই পোর্টালে জমা করা যাবে না, সেক্ষেত্রে ওই পড়ুয়া ফাইনাল পরীক্ষায় বসতে পারবে না।