Barak UpdatesBreaking News

মুষলধারে বৃষ্টি, বন্যার আতঙ্ক কাটিগড়ার নিচু অঞ্চলে

১৩ জুলাইঃ দিন কয়েকের বিরামহীন বৃষ্টির  ফলে বন্যার আতঙ্ক তাড়া করছে আন্তর্জাতিক ও অন্তঃরাজ্য সীমান্তবর্তী এলাকা কাটিগড়া বিধানসভার নিম্নাঞ্চলের জনগনকে। ফলে মাথায় হাত উঠেছে সাধারণ জনগনের। এখনও পর্যন্ত প্রায় পঁয়ত্রিশটি গ্রামে মিনি বন্যা দেখা দিয়েছে। শনিবার রাতে ধারা বর্ষণ অব্যাহত থাকলে আরও বেশ কিছু গ্রাম জলমগ্ন হওয়ার সম্ভাবনা রয়েছে। প্রাপ্ত খবরে জানা গেছে কাটিগড়া বিধানসভা অঞ্চলের সলিমাবাদ, নরপতি, জাবদা, মহাদেবপুর, হিলুয়াটিলা, খেলমা ২য় খন্ড, ৩য় খন্ড, ৪র্থ খন্ড, ৫ম খন্ড, কান্দিগ্রাম, করচউরা, তালকর বিল, ফৈচকা, সৈদপুর, লেভারপুতা, সরসপুর,  ইত্যাদি অঞ্চলের বিভিন্ন জায়গা জলমগ্ন হয়ে গেছে।

বিভিন্ন অঞ্চলের গ্রামীণ সড়কগুলো জলের তলায় অশ্রয় নিয়েছে। গবাদি পশুকে নিয়ে সংকটে পড়েছেন গৃহস্বামীরা। কয়েক হাজার বিঘা বরো ধানের ক্ষেত ইতিমধ্যে জলায় তলায় চলে গেছে। ফলে মাথায় হাত উঠেছে কৃষকদের। বিভিন্ন এলাকায় পাণীয় জলের সংকট দেখা দিয়েছে। আরও দিন কয়েক লাগাতার বৃষ্টি পড়লে বিভিন্ন এলাকার জনগনকে ঘর বাড়ি ছেড়ে ত্রাণ শিবিরে আশ্রয় নিতে হবে। ফলে আতঙ্কিত সাধারণ জনগণ। এই মূহুর্তে কি করবেন ভেবে পাচ্ছেন না। বিশেষ করে কাটিগড়ার হাওর অঞ্চলের জনগনের বন্যা একটি জলন্ত সমস্যা।

প্রায় প্রতি বছর বানের জলে হাওর অঞ্চলের জনগনের বিরাট ক্ষতির সম্মুখীন হতে হয়। বন্যার সময় বাড়িঘর ছেড়ে কোন সড়কের উঁচু স্থানে কিংবা ত্রাণ শিবিরে পরিবারের লোকজন সহ গবাদি পশুদের নিয়ে আশ্রয় নিতে হয়। সে সময় তাদের কষ্টের সীমা থাকে না। বিশেষতঃ ক্ষেতের জমি জলের তলায় চলে যাওয়াতে অনেক পরিবারের লোকজনদের সারা বছর কষ্টকে সঙ্গী করে চলতে হয়। দিনকয়েকের বৃষ্টিতে বরাক সুরমা সহ পাথুরে নদী গুমড়া বলেশ্বর ও লক্ষীছড়া জলে টাইটম্বুর। মুষলধারা বৃষ্টি যে কখন উঠবে তার কোন নিশ্চয়তা নেই। কাটিগড়ার নিচু অঞ্চলের জনগন কষ্টকে সঙ্গী করে পরিবার পরিজনকে নিয়ে জীবন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker