Barak UpdatesBreaking News

মিজোরাম ভোট : ড্রাই ডে কাছাড়-করিমগঞ্জে
Mizoram Polls: Dry day at Cachar & Karimganj for 3 days

২২ নভেম্বর : মিজোরাম বিধানসভা নির্বাচনের জন্য কাছাড় ও করিমগঞ্জ জেলায় ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। এর ফলে করিমগঞ্জ জেলায় ২৬ নভেম্বর বিকেল ৫টা থেকে ২৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ড্রাই ডে থাকবে। আবগারি বিভাগের যুগ্ম সচিবের গত ১৯ নভেম্বরের এক চিঠির পরিপ্রেক্ষিতে করিমগঞ্জের জেলাশাসক প্রদীপ কুমার তালুকদার ড্রাই ডে-র নির্দেশ দিয়েছেন। নির্দেশে আরও বলা হয়েছে, ১১ ডিসেম্বর মিজোরাম বিধানসভা নির্বাচনের ভোট গণনার দিনও করিমগঞ্জে ড্রাই ডে থাকবে। এর ফলে জেলার সব ধরণের মদের দোকান, ওয়ার হাউস বন্ধ থাকবে। নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আবগারী আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

এ দিকে, কাছাড় জেলায়ও মিজোরাম বিধানসভা নির্বাচনের জন্য ২৫ নভেম্বর বিকেল ৫টা থেকে ২৮ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত ড্রাই ডে ঘোষণা করা হয়েছে। মিজোরাম ভোট গণনার দিনও কাছাড় জেলায় ড্রাই ডে থাকবে বলে ওই নির্দেশে জানানো হয়েছে। উল্লেখ্য, কাছাড় ও করিমগঞ্জ মিজোরামের সীমান্তবর্তী জেলা হওয়ায় এই ড্রাই ডে ঘোষণা করা হয়েছে।

November 22: On account of Assemble election in Mizoram, ‘Day Day’ has been declared at Cachar and Karimganj. As such, Joint Secretary of Excise in a notification declared ‘Dry Day’ at Cachar district from 5 PM on 25 November to 28 November.

Further at Karimganj, ‘Dry Day’ has been declared from 5PM on 26 November to 28 November. Again, on the day of counting of votes in Mizoram, that is, on 11 December, there will be ‘Dry Day’ at both Cachar and Karimganj. It was stated that all IMFL off and on shops, country spirit shops shall remain closed on the days mentioned in the notification. It was further stated that “No sale, consumption or possession of any intoxicant should take place on that day. Violation of this order shall be dealt with seriously under the relevant provisions of the Assam Excise Act, 2000.”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker