Barak UpdatesBreaking News

CM Sonowal maintains on Clause 6
অসম চুক্তির ৬ নং ধারা নিয়ে নীরব সর্বানন্দ

২৯ জানুয়ারি: কিছুদিন ধরে মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল যেখানে যান, সেখানেই এককথা বলেন, অসম চুক্তির ৬ নং ধারা কার্যকর হবে৷ উচ্চ স্তরের কমিটি সেজন্য কাজ করে চলেছে৷ কিন্তু বরাক উপত্যকায় এসে মুখ্যমন্ত্রী নানা কথা বললেও ৬ নং ধারার কথা মুখেও আনেননি৷ রাজ্যে চাকরি, জনপ্রতিনিধিত্ব, জমি কেনাবেচায় অসমিয়াদের জন্য ১০০ শতাংশ সংরক্ষণের জন্য উচ্চস্তরের কমিটির প্রস্তাবে বরাক উপত্যকায় উদ্বেগ-আশঙ্কা ছড়িয়ে পড়েছে৷ ৬ নং ধারায় কী হতে চলেছে, তা যেমন বলতে যাননি, তেমনি বরাকবাসীর এই আশঙ্কা অমূলক, তাও বলতে পারেননি৷

তবে সিএএ নিয়ে কৃতিত্ব চাইতে ভুলেননি৷ অসম গ্রামরক্ষী সংগঠনের ৭১ বছর পূর্তির অনুষ্ঠানে এসে মুখ্যমন্ত্রী বলেন, নরেন্দ্র মোদি বরাকে এসে বলেছিলেন, নাগরিকত্ব সংশোধনী আইন হবে৷ তিনি করে দেখিয়েছেন৷ সিএএ বিরোধীদের আন্দোলনের মধ্যেও যে খেল ইন্ডিয়া সফলভাবে সম্পন্ন হয়েছে, এর জন্যও কৃতিত্ব দাবি করেন৷ গৌতম রায়কে মঞ্চে বসিয়েই সর্বানন্দ বলেন, শিলচরে এ ধরনের রাজ্য অধিবেশনের কথা কংগ্রেস আমলে কেউ ভাবেননি৷

এ দিকে, মুখ্যমন্ত্রীর সামনে বিশাল মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখলেও কবীন্দ্র পুরকায়স্থ, রাজদীপ রায় বা পরিমল শুক্লবৈদ্য ৬ নং ধারা নিয়ে বরাকের মানুষের উদ্বেগের কথা তুললেন না৷

এদিন মঞ্চে ছিলেন বিধানসভার উপাধ্যক্ষ আমিনুল হক লস্কর, জেলার চার বিজে‌পি বিধায়ক দিলীপকুমার পাল, মিহিরকান্তি সোম, কিশোর নাথ ও অমরচাঁদ জৈন, এসএলএসির সদস্য সচিব লক্ষ কোঁয়র, ডিআইজি দিলীপকুমার দে, কৌশিক রাই, নিত্যভূষণ দে, অমিতাভ রাই প্রমুখ৷ অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেন অভ্যর্থনা সমিতির কার্যবাহী সভাপতি বিসি নাথ৷ ধন্যবাদ জানান জেলার পুলিশ সুপার মানবেন্দ্র দেবরায়৷

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker