India & World UpdatesAnalyticsBreaking News

মাস্ক পরতেই হবে, বিজেপি কর্মীদের ৫টি টাস্ক দিয়ে বললেন মোদিও

৬ এপ্রিল : বিজেপির ৪০তম প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সব কর্মীদের উদ্দেশে ভাষণে লড়াইয়ের নতুন টাস্ক দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। এ দিন প্রধানমন্ত্রী বিজেপি কার্যকর্তাদের করোনা ভাইরাস লকডাউনের মধ্যে দেশের লোকদের জন্য কয়েকটি কাজ করার অনুরোধ করেন।

Rananuj

এই পাঁচটি টাস্কের প্রথম টাস্ক, মাস্ক পরুন। নিজেদের সুরক্ষিত রাখতে এখন প্রত্যেককেই মাস্ক পরতে বলা হচ্ছে। মোদি বলেছেন, এতে চিন্তিত হওয়ার কোনও কারণ নেই। চিকিত্‍সক বা চিকিত্‍সা কর্মীরা যে মাস্ক পরেন, তার কোনও দরকার নেই। বাড়িতে যেকোন অব্যবহৃত কাপড়ের টুকরো দিয়েই তৈরি হবে মাস্ক। নিজের কর্মীদের মাস্ক পরার বার্তা দেওয়ার পাশাপাশি তিনি জানিয়েছেন, তাঁরা যেন বিভিন্ন এলাকায় গিয়ে মাস্ক বিতরণ করেন। শুধু বাইরেই নয় প্রয়োজন হলে ঘরেও মাস্ক পরার অভ্যাস করতেই হবে। করোনার বিরুদ্ধে যুদ্ধে এটাই হতে পারে বড় হাতিয়ার। দ্বিতীয়টি, দরিদ্রদের রেশন দিয়ে সহায়তা করা এবং কোনও দরিদ্র মানুষ যেন না খেয়ে না থাকে।

নরেন্দ্র মোদির তিন নম্বর পদক্ষেপ ধন্যবাদ অভিযান। এই অভিযানে প্রত্যেক নির্বাচন বুথের অন্তর্গত যে চিকিত্‍সক, মেথর, পুলিশ, ব্যাঙ্ক বা পোস্ট অফিস কর্মচারী, আপতকালীন সার্ভিসের কর্মীরা রয়েছেন, তাদের প্রত্যেকের জন্য ধন্যবাদপত্র বানিয়ে তাদের পৌঁছে দিতে হবে। কারণ এই মারণ রোগের সময়ও এরা নিজেরা নির্ভীক হয়ে পরিষেবা দিয়ে যাচ্ছেন। চতুর্থ টাস্ক হচ্ছে, কেন্দ্র সরকার একটি আরোগ্য সেতু অ্যাপ তৈরি করেছে, যার থেকে করোনা সংক্রান্ত সবতথ্য পাওয়া যাবে। এই অ্যাপ নিজের মোবাইলে ডাউনলোড করার পাশাপাশি এক একজন কর্মীকে আরও অন্তত ৪০ জন সাধারণ নাগরিকের ফোনে তা ডাউনলোড করতে দিতে হবে যাতে করোনাকে ঘিরে সমস্ত অন্ধকার কেটে যায়। মানুষ যাতে প্রকৃত ইনফরমেশন নিয়ে আপ টু ডেট থাকতে পারেন।

শেষ টাস্কে সবার কাছে আর্থিক সাহায্যের আহ্বান করেছেন মোদি। জানিয়েছেন, যুদ্ধের সময় মা বোনরা যেরকম নিজেদের গায়ের গয়না খুলেও দিয়ে দেন, এখনও সেরকমই সময়। এটাও মানবতার যুদ্ধ। তিনি জানিয়েছেন, পিএম কেয়ার্স ফান্ডে বহু মানুষ বহু অর্থ দান করেছেন, কিন্তু অর্থ আরও লাগবে। তাই পার্টি কর্মীদের নিজেদের এগিয়ে এসে অন্যদের অণুপ্রাণিত করার বার্তা দিয়েছেন তিনি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!
Close
Close

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker