Barak UpdatesHappeningsBreaking News
বিনা চিকিৎসায় মৃত্যু: থাউজেন্ড সায়ন্তনের আহ্বানে জমায়েত
১৫ ফেব্রুয়ারি: ২৪ ঘণ্টা এনজিওপ্লাস্টির সুবিধা, ২৪ ঘণ্টা নিওরোসার্জারির সুবিধা ও শিলচর মেডিক্যাল কলেজকে এইমসের আদলে উন্নীত করার দাবিতে রবিবার শিলচর ক্যাপিটেল ট্রেভেলসের সামনে থাউজেন্ড সায়ন্তনের আহবানে শহরের বিভিন্ন সংস্থা, ব্যক্তিবিশেষ জমায়েত হন। উপস্থিত সবাই শহর ও শহরতলীর প্রত্যেক ব্যক্তিবিশেষের কাছে অনুরোধ রেখেছেন, যতদিন পর্যন্ত মেডিক্যাল কলেজে ওই তিনটি বিষয়ের সম্পূর্ণ সমাধান না হয়, ততদিন পর্যন্ত প্রত্যেকে নিজেদের উদ্যোগে নিজস্ব সামাজিক, সাংস্কৃতিক, ক্রীড়া, পূজো, ঈদ প্রভৃতি অনুষ্ঠান স্থলে উপরোক্ত তিনটি দাবি লিখে একটি ব্যানার বানিয়ে লাগিয়ে রেখে দেবেন। আজকের এই জমায়েতে বরাক উপত্যকা বঙ্গ সাহিত্য ও সংস্কৃতি সম্মেলন, মার্চ ফর সায়েন্স, সক্ষম, নান্দনিক, রূপম সহ বহু সংস্থার কর্মকর্তা এবং অনেক ব্যক্তিবিশেষ উপস্থিত ছিলেন । সভা শেষে একটি সম্মিলিত দাবিপত্র পাঠ করা হয়, সবাই এতে স্বাক্ষর করেন। এই দাবিপত্রটি আগামী বুধবার মেডিক্যাল কলেজের অধ্যক্ষের মাধ্যমে স্বাস্থ্যমন্ত্রীর উদ্দেশে প্রেরণ করা হবে। ওই সভায় প্রয়াত মানস সিনহার পরিবারের পক্ষ থেকেও উপস্থিত ছিলেন৷
সভার শেষপ্রান্তে মানস, সায়ন্তন এবং আরও যারা চিকিৎসার অভাবে মৃত্যবরণ করেছেন তাঁদের সবার আত্মার চিরশান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়।